
প্রিন্ট: ১৮ এপ্রিল ২০২৫, ০৪:১২ এএম
চট্টগ্রামগামী ঈদের প্রথম ট্রেন ‘সোনার বাংলা’র যাত্রা বাতিল

নাঙ্গলকোট (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ: ১৬ এপ্রিল ২০২৩, ১১:৫৭ পিএম

আরও পড়ুন
রেলের ঈদযাত্রার প্রথম দিন সোমবারের ঢাকা থেকে চট্টগ্রামগামী ‘সোনার বাংলা’ এক্সপ্রেসের যাত্রা বাতিল করা হয়েছে।রোববার রাত ১০টায় রেলওয়ে মহাপরিচালক কামরুল আহসান সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ট্রেনটি উদ্ধার করে রাতের মধ্যে ঠিক করা সম্ভব হবে না। তাই আগামীকালকের (সোমবার) এই ট্রেনের যাত্রা বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই ট্রেনটি আগামী বুধবার চালানো হবে।
রেলওয়ে মহাপরিচালক আরও বলেন, ওই দিন ট্রেনটি শিডিউলে ছিল না। বিশেষ বিবেচনায় ওইদিন যাত্রীরা বুধবার একই টিকিটের ট্রেনে ভ্রমণ করতে পারবেন। তবে যারা বুধবার এই ট্রেনে যাবেন না, তারা চাইলে কাল (সোমবার) অনলাইনে টিকিট ফেরত দিতে পারবেন।
উল্লেখ্য, কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার হাসানপুর রেলওয়ে স্টেশনে রোববার সন্ধ্যা পৌনে ৭টার দিকে মালবাহী ট্রেনের সঙ্গে চট্টগ্রাম থেকে ঢাকাগামী ‘সোনার বাংলা’ এক্সপ্রেস ট্রেনের সংঘর্ষ হয়েছে। এতে যাত্রীবাহী ট্রেনটির অন্তত সাতটি বগি লাইনচ্যুত হয়েছে। এ ঘটনায় অর্ধশত মানুষ আহত হওয়ার খবর পাওয়া গেছে। দুর্ঘটনার পরপরই ঢাকা-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে।