Logo
Logo
×

অন্যান্য

পাঁচ সিটির মধ্যে আগে হবে গাজীপুরের ভোট

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২৩ মার্চ ২০২৩, ০৪:৫২ পিএম

পাঁচ সিটির মধ্যে আগে হবে গাজীপুরের ভোট

মেয়াদ শেষ হওয়ার পথে থাকা দেশের পাঁচ সিটি করপোরেশনের মধ্যে গাজীপুরে আগে ভোট হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) বেগম রাশেদা সুলতানা। তিনি আরও জানান, বাকি চার সিটিতে (রাজশাহী, বরিশাল, সিলেট ও খুলনা) ভোট জুলাইয়ের শুরুতে হবে।

বৃহস্পতিবার রাজধানীর আগারগাওঁ নির্বাচন ভবনে নিজ কক্ষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা জানান।

ইসি রাশেদা বলেন, ‘কুরবানির পরে আমাদের সংসদ নির্বাচনের জন্যই মনোনিবেশ করতে হবে। কেননা অনেক কাজ। অনেক ধরনের বিষয় আছে।’

এ সময় নির্বাচনি আইন নিয়ে কথা বলেন ইসির এই কমিশনার। তিনি কমিশন থেকে নির্বাচনি আইন সংস্কারে যে প্রস্তাব দেওয়া হয়েছে, সেটি পাশ হলে আইনটি ‘যুগান্তকারী’ হবে উল্লেখ করে বলেন, ‘এতে প্রার্থী, সমর্থক সবার আচরণগত পরিবর্তন হবে।… আমরা অনেক বিষয় চিহ্নিত করে শাস্তির বিধানের সুপারিশ করেছি। … ভোটারদের যাতে বাধা না দেওয়া হয় সেই বিষয়টিও রয়েছে। আগামী সপ্তাহে মন্ত্রিসভার বৈঠকে নির্বাচনি আইন সংস্কারের প্রস্তাবগুলো উত্থাপন করা হতে পারে।’

আইনের প্রস্তাবনায় রাজনৈতিক দলের সব স্তরের কমিটিতে নারী প্রতিনিধিত্ব রাখার বিষয়ে সময় বাড়িয়ে ২০৩০ সাল করা, নির্বাচনি অনিয়ম রোধে নানা ধরনের শাস্তি বাড়ানোর সুপারিশ আছে। এ প্রসঙ্গে ইসি রাশেদা বলেন, ‘২৮ মার্চ মন্ত্রিসভার বৈঠক রয়েছে। এ সভায় আমাদের প্রস্তাবগুলো উঠবে। আমরা যা প্রস্তাব করেছি সব আছে। মন্ত্রিসভায় অনুমোদন পেলে সংসদ পাঠানো হবে। সংসদে পাশের সময় ইসির প্রস্তাবে সংযোজন বিয়োজন হতে পারে।’

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম