Logo
Logo
×

অন্যান্য

২ লাখ ২৭ হাজার কোটি টাকার সংশোধিত এডিপি অনুমোদন

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০১ মার্চ ২০২৩, ০৪:৪৫ পিএম

২ লাখ ২৭ হাজার কোটি টাকার সংশোধিত এডিপি অনুমোদন

চলতি অর্থবছরের সাত মাস পার হলেও উন্নয়ন বাজেটে কাঙ্ক্ষিত গতি নেই। এই সময়ে মন্ত্রণালয়গুলোর উন্নয়নকাজ বাস্তবায়নের হার গত ১২ বছরে সর্বনিম্ন।এখন কাটছাঁট করে বার্ষিক উন্নয়ন কর্মসূচি বা এডিপির সাড়ে ১৮ হাজার কোটি টাকা কমানো হয়েছে। এখন ২ লাখ ২৭ হাজার ৫৬৬ কোটি টাকায় নেমেছে সংশোধিত এডিপি। 

বুধবার রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত জাতীয় অর্থনৈতিক পরিষদের (এনইসি) সভায় সংশোধিত এডিপি বা আরএডিপি অনুমোদন করা হয়।

সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সভা শেষে সাংবাদিকদের সামনে বিস্তারিত তুলে ধরে পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম বলেন, চলিত অর্থবছরের মূল এডিপির আকার ছিল ২ লাখ ৪৬ হাজার ৬৬ কোটি টাকা। সংশোধিত এডিপির আকার দাঁড়াচ্ছে ২ লাখ ২৭ হাজার ৫৬৬ কোটি ৯ লাখ টাকা। প্রকল্প সাহায্য অংশ ৯৩ হাজার কোটি টাকা থেকে সাড়ে ১৮ হাজার কোটি টাকা কমে ৭৪ হাজার ৫০০ কোটি টাকা হয়েছে।

তবে দেশীয় অর্থায়নের (জিওবি) অংশ এক লাখ ৫৩ হাজার ৬৬ কোটি টাকাই থাকছে বলে জানান প্রতিমন্ত্রী। 

তিনি জানান, এর বাইরে স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানগুলোর নিজস্ব অর্থায়নে কিছু প্রকল্প রয়েছে, সেগুলোর অর্থায়ন যোগ করলে এডিপির মোট আকার দাঁড়ায় ২ লাখ ৩৬ হাজার ৫৬০ কোটি টাকা। 

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম