Logo
Logo
×

অন্যান্য

আমার পকেটে দুই কোটি ভোট আছে: একেএম রহমতুল্লাহ

Icon

সংসদ প্রতিবেদক

প্রকাশ: ৩১ জানুয়ারি ২০২৩, ১০:৪৪ পিএম

আমার পকেটে দুই কোটি ভোট আছে: একেএম রহমতুল্লাহ

নিজেকে আহলে হাদিসের অনুসারী উল্লে­খ করে তার পকেটে দুই কোটি ভোট আছে বলে দাবি করেছেন ক্ষমতাসীন আওয়ামী লীগের সংসদ সদস্য একেএম রহমতুল্লাহ। তিনি বলেন, রহমতুল্লাহর পকেটে দুই কোটি ভোট। সারা বাংলাদেশে আহলে হাদিসের দুই কোটি ভোট। আহলে হাদিসের প্রায় ৩০ জন সংসদ সদস্য আছেন। অনেকে পরিচয় দেয় না।

মঙ্গলবার জাতীয় সংসদে অনির্ধারিত আলোচনায় অংশ নিয়ে সরকারদলীয় এই সদস্য এসব কথা বলেন। 

তিনি নিজেকে আহলে হাদিসের প্রধান উপদেষ্টা দাবি করে বলেন, আমাকে সভাপতি করতে চেয়েছিল। আমার অফিসে বসে আমি কমিটি বানিয়ে দিই। আমাদের মধ্যে কোনো গ্রুপিং নেই। এরা কোনোদিন জামায়াত করে না। আহলে হাদিস হলো একমাত্র সংগঠন, আমি যেদিকে যাব তারা সেদিকে থাকবে।

একেএম রহমতুল্লাহ বলেন, যেহেতু আমি অনেস্ট লোক। এলাকার সব রাস্তাঘাট করে দিয়েছি। আমি এসে কেমনে কেমনে দুই লাখ লোক জোগাড় করে ফেললাম। তারপর আপাকে (শেখ হাসিনা) রিসিপশন দিলাম। আপা বললেন, এত লোক কেমনে জোগাড় করলেন। আমি বলেছিলাম আমি পারি। 

তিনি বলেন, ‘অনেকে প্রশ্ন করেন- আপনাকে মন্ত্রী করা হলো না কেন। প্রধানমন্ত্রী আমাকে মেয়র করতে চেয়েছেন। মন্ত্রী করতে চেয়েছেন।’ 

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম