Logo
Logo
×

অন্যান্য

সীমান্ত হত্যা-চোরাচালান বন্ধে এনডিবির কাঁটাতার মিছিল

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২৭ জানুয়ারি ২০২৩, ০৯:৫২ পিএম

সীমান্ত হত্যা-চোরাচালান বন্ধে এনডিবির কাঁটাতার মিছিল

দেশের সীমান্তে হত্যা ও মাদকদ্রব্যসহ সব ধরনের চোরাচালান বন্ধের দাবিতে কাঁটাতার মিছিল ও সমাবেশ করেছে নতুনধারা বাংলাদেশ (এনডিবি)। 

শুক্রবার জাতীয় প্রেস ক্লাবের সামনে সমাবেশ শেষে কাঁটাতার মিছিল নিয়ে রাজধানীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন দলটির নেতারা। পরে মিছিলটি বিজয়নগরে এনডিবির দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়।

মিছিলপূর্ব সমাবেশে বক্তারা বলেন, দেশের সীমান্তগুলো দিয়ে প্রতিনিয়ত মাদকসহ বিভিন্ন পণ্য চোরাচালানের মাধ্যমে আসে। এসব চোরাচালান করতে গিয়ে প্রতিনিয়ত হত্যাকাণ্ডও ঘটছে। সীমান্তে এসব নির্মম হত্যা ও মাদকদ্রব্যসহ অন্যান্য পণ্যের চোরাচালান বন্ধে এখনই কার্যকর পদক্ষেপ না নিলে দেশের অর্থনীতি যেমন ধ্বংসের মুখোমুখি হবে, তেমনি সাধারণ মানুষ রোগে আক্রান্ত হবে।

সমাবেশে আরও বক্তব্য দেন- দলটির সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, প্রেসিডিয়াম সদস্য বীর মুক্তিযোদ্ধা আবদুল মান্নান আজাদ, চেয়ারম্যানের উপদেষ্টা মো. রেজাউল করিম, ভারপ্রাপ্ত মহাসচিব নিপুন মিস্ত্রিী, সাংগঠনিক সম্পাদক ওয়াজেদ রানা প্রমুখ।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম