Logo
Logo
×

অন্যান্য

ঢাকা কেন্দ্রীয় কারাগারে হাজতির মৃত্যু

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২০ জানুয়ারি ২০২৩, ০৭:৩৬ পিএম

ঢাকা কেন্দ্রীয় কারাগারে হাজতির মৃত্যু

ফাইল ছবি

কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারে সোহেল খান শুভ (৪৮) নামে এক হাজতির মৃত্যু হয়েছে। শুক্রবার বেলা ১১টায় অসুস্থ অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

কারারক্ষী মো. শাহিন যুগান্তরকে বলেন, কারাগারে সোহেল অসুস্থ হয়ে পড়লে তাকে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। এরপর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সোহেলের হাজতি নং-৫৭১০১/২২। 

তিনি বলেন, কী মামলায় সোহেল কারাগারে ছিলেন সেই বিষয়ে কিছু বলতে পারছি না। তার বাবার নাম মৃত শহিদুল্লাহ। 

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া বলেন, লাশটি হাসপাতালে জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্ত সম্পন্ন হবে।

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম