Logo
Logo
×

অন্যান্য

শীতকালীন রোগে দুইমাসে ৮৮ মৃত্যু

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১৯ জানুয়ারি ২০২৩, ১১:০৫ পিএম

শীতকালীন রোগে দুইমাসে ৮৮ মৃত্যু

প্রকৃতিতে ঠান্ডার প্রকোপ বাড়ায় নিউমোনিয়া, ডায়রিয়া, শ্বাসতন্ত্রের প্রদাহজনিত অসুস্থতাসহ শীতকালীন বিভিন্ন রোগ বাড়ছে। গত ২৪ ঘণ্টায় ঠান্ডাজনিত অ্যাকিউট রেসপিরেটরি ইনফেকশন্স (এআরআই) আক্রান্ত হয়ে তিনজনের মৃত্যু হয়েছে। 

২০২২ সালের ১৪ নভেম্বর থেকে ১৮ জানুয়ারি পর্যন্ত সারা দেশে এআরআইতে ৮৫ এবং ডায়রিয়ায় আক্রান্ত হয়ে শিশুসহ তিনজনের মৃত্যু হয়েছে। বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের ম্যানেজম্যান্ট ইনফরমেশন সিস্টেম (এমআইএস) বিভাগের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম সূত্র যুগান্তরকে এসব তথ্য জানিয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১৪ নভেম্বর থেকে ১৮ জানুয়ারি পর্যন্ত সারা দেশে ৫৮ হাজার ৪৭৮ জন শ্বাসতন্ত্রের সংক্রমণজনিত রোগে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে ৮৫ জন মৃত্যুবরণ করেছেন। শীতকালীন ডায়রিয়ায় তিন লাখ ৪৭ হাজার ১৯০ জন আক্রান্ত হয়েছেন। এতে তিনজনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় দেশে শীতকালীন রোগ অ্যাকিউট রেসপিরেটরি ইনফেকশনস (এআরআই) এবং ডায়রিয়ায় আক্রান্ত হয়ে তিন হাজার ৩১৫ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ সময় ঠান্ডাজনিত রোগে আক্রান্ত হয়ে তিনজনের মৃত্যু হয়েছে। 

একাধিক চিকিৎসক যুগান্তরকে জানান, এ বছর রোগে আক্রান্ত হয়েও দেরিতে হাসপাতালে যাওয়ার কারণে শীতকালীন রোগের তীব্রতা বাড়ছে ও মৃত্যু হচ্ছে। একটু সতর্ক হয়ে জীবনযাপন করলে এই মৃত্যু রোধ সম্ভব হবে।

বিভাগভিত্তিক তথ্য বিশ্লেষণে দেখা যায়, ঢাকা বিভাগে (মহানগর ব্যতীত) ১৪ হাজার ৩৭৫ জন শ্বাসতন্ত্রের সংক্রমণে আক্রান্ত হয়েছেন। এছাড়া ময়মনসিংহে চার হাজার ৩৬৫ জন, চট্টগ্রামে ২০ হাজার ১১০ জন, রাজশাহীতে দুই হাজার ৪২৬ জন, রংপুরে দুই হাজার ১৬৮ জন, খুলনায় সাত হাজার ৮৯২ জন, বরিশালে তিন হাজার ৬১৮ জন এবং সিলেট বিভাগে তিন হাজার ৫২৪ জন আক্রান্ত হয়েছেন। এর মধ্যে শ্বাসতন্ত্রের সংক্রমণে আক্রান্তদের মধ্যে চট্টগ্রাম বিভাগে সর্বোচ্চ ৫৬ জন মৃত্যুবরণ করেছেন। এছাড়া ময়মনসিংহে ২৫ জন, খুলনায় দুইজন ও বরিশালে দুইজনের মৃত্যু হয়েছে। বাকি বিভাগগুলোতে শ্বাসতন্ত্রের সংক্রমণে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি। 

ডায়রিয়ার তথ্য তুলে ধরে বলা হয়, এ সময়ের মধ্যে ঢাকা বিভাগে কোল্ড ডায়রিয়ায় সর্বোচ্চ দুই লাখ ৩১ হাজার ৫৪৮ জন আক্রান্ত হয়েছেন। এছাড়া ময়মনসিংহ বিভাগে ১৪ হাজার ৭৩৮ জন, চট্টগ্রামে ৩৫ হাজার ৪৪৩ জন, রাজশাহীতে ১৫ হাজার ৫১১ জন, রংপুরে ১০ হাজার ৪৭৩ জন, খুলনায় ১৯ হাজার ৪৩২ জন, বরিশালে ১১ হাজার ৫১৪ জন এবং সিলেট বিভাগে আট হাজার ৫২১ জন ডায়রিয়ায় আক্রান্ত হয়েছেন। এর মধ্যে চট্টগ্রাম বিভাগে তিনজনের মৃত্যু হয়েছে।

আইসিডিডিআরবি’র তথ্য অনুযায়ী, বাংলাদেশে প্রতি বছর পাঁচ বছরের নিচে প্রায় ২৪ হাজার ৩০০ শিশু নিউমোনিয়ায় মারা যায়। সে হিসাবে পাঁচ বছরের কম বয়সী শিশুদের মধ্যে নিউমোনিয়ায় প্রতিদিন মারা যায় ৬৭ জন। এদের ৫২ শতাংশ শিশু কোনো চিকিৎসা না পেয়ে বাড়িতেই মারা যায়।
 

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম