বিজিবি, আনসার ও গ্রাম প্রতিরক্ষায় নতুন ডিজি
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ১৭ জানুয়ারি ২০২৩, ০৯:৫৬ পিএম
জনপ্রশাসনে বডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এবং বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক (ডিজি) রদবদল করা হয়েছে। এছাড়া জাতীয় নিরাপত্তা সংস্থার (এনএসআই) একজন পরিচালক এবং আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর একজন কর্মকর্তাকে সেনাবাহিনীতে বদলি করা হয়েছে।
মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে উলিখিত নিয়োগ বদলি সংক্রান্ত পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
জারি করা আদেশে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ডিজি পদে কর্মরত মেজর জেনারেল একেএম নামজুল হাসানকে বিজিবির মহাপরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। সেনাবাহিনীর কর্মকর্তা মেজর জেনারেল একেএম আমিনুল হককে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ডিজি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল সাকিল আহমেদকে সেনাবাহিনীতে ফেরত নেওয়ার জন্য তাকে সশস্ত্র বাহিনী বিভাগে ন্যস্ত করা হয়েছে।
এছাড়া এনএসআই’র পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. মঈন খান এবং আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীতে (ডিডিজি) প্রশাসন হিসাবে কর্মরত কর্নেল মোহাম্মদ রফিকুল হাসানকে সেনাবাহিনীতে ফেরত নেওয়ার জন্য তাদের সশস্ত্র বাহিনী বিভাগে ন্যস্ত করা হয়েছে।