![শপথ নিলেন মাহমুদ হাসান রিপন](https://cdn.jugantor.com/assets/news_photos/2023/01/10/image-633572-1673367070.jpg)
জাতীয় সংসদের সদস্য হিসেবে শপথ নিয়েছেন নবনির্বাচিত সংসদ সদস্য মাহমুদ হাসান রিপন। জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী মঙ্গলবার একাদশ জাতীয় সংসদের ৩৩ নম্বর (গাইবান্ধা-৫) আসনের উপনির্বাচনে নির্বাচিত সংসদ সদস্য মাহমুদ হাসানকে শপথবাক্য পাঠ করান।
সংসদ সচিবালয়ের সচিব কেএম আব্দুস সালাম শপথগ্রহণ অনুষ্ঠান সঞ্চালনা করেন।
শপথ অনুষ্ঠানে সংসদের ডেপুটি স্পিকার মো. শামসুল হক টুকু, প্রধান হুইপ নূর-ই-আলম চৌধুরী, হুইপ আতিউর রহমান আতিক, হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন, হুইপ মাহবুব আরা বেগম গিনি, উম্মে কুলসুম স্মৃতি ও ইঞ্জিনিয়ার এনামুল হক উপস্থিত ছিলেন। শপথগ্রহণ শেষে মাহমুদ হাসান রীতি অনুযায়ী শপথ বইয়ে স্বাক্ষর করেন।
একাদশ জাতীয় সংসদের সাবেক ডেপুটি স্পিকার অ্যাডভোকেট ফজলে রাব্বী মিয়া গত ২৩ জুলাই মারা গেলে তার সংসদীয় আসনটি শূন্য ঘোষণা করা হয়। এরপর গত ১২ অক্টোবর উপনির্বাচনে ভোটে সিসি ক্যামেরায় এক-তৃতীয়াংশ কেন্দ্রে অনিয়ম পাওয়া গেলে মাঝপথে নির্বাচন বন্ধের নির্দেশ দেয় ইসি।
গত ৪ জানুয়ারি ওই আসনে পুনর্ভোট অনুষ্ঠিত হয়। ভোটে নৌকা প্রতীকে ৭৮ হাজার ২৭৬ ভোট পেয়ে বিজয়ী হন ক্ষমতাসীন আওয়ামী লীগের প্রার্থী মাহমুদ হোসেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির প্রার্থী এএইচএম গোলাম শহীদ রঞ্জু পান ৪৪ হাজার ৯৫০ ভোট।