Logo
Logo
×

ইসলাম ও জীবন

বাংলাদেশসহ সোমবার ঈদ উদযাপন করবে যেসব দেশ

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৬ জুন ২০২৪, ০৬:৪৩ পিএম

বাংলাদেশসহ সোমবার ঈদ উদযাপন করবে যেসব দেশ

জাতীয় ঈদগাহ ময়দান, ঢাকা। ছবি- সংগৃহীত

সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ এবং এশিয়া, ইউরোপ, অস্ট্রেলিয়া ও আফ্রিকায় রোববার পবিত্র ঈদুল আজহা উদযাপিত হয়েছে। তবে বাংলাদেশ, ইরান, পাকিস্তান ও ভারতসহ অনেক দেশেই ঈদ উদযাপিত হবে আগামীকাল সোমবার।

এদিন ফজরের নামাজের পরপরই পবিত্র নগরী মক্কা ও মদিনার ১২ হাজার মসজিদে ঈদুল আজহার নামাজ আদায় করেন ১৮ লক্ষাধিক হাজি। এরপর পশু কুরবানির মধ্যদিয়ে ঈদুল আজহা উদযাপন করেন তারা। 

সৌদি আরব ছাড়াও এদিন সংযুক্ত আরব আমিরাত, ফিলিস্তিন, কুয়েত, কাতার, জর্ডান, সিরিয়া, ইয়েমেন, ওমান, ইরাক, মিশর ও লিবিয়ায় ঈদুল আজহা উদযাপিত হয়েছে।

মধ্যপ্রাচ্যের পাশাপাশি এশিয়ার বিভিন্ন দেশ এবং আমেরিকা-ইউরোপ-আফ্রিকার বহু দেশেও রোববার পবিত্র ঈদুল আজহা পালিত হয়েছে।

প্রতি বছর হিজরি জিলহজ মাসে ঈদুল আজহা উদযাপন করা হয়ে থাকে। এটি ইসলামি পঞ্জিকার সর্বশেষ মাস। এ মাসে সামর্থ্যবান ধর্মপ্রাণ মুসল্লিরা হজ পালন করেন। আর শয়তানকে পাথর নিক্ষেপের মধ্যদিয়ে হজের মূল আনুষ্ঠানিকতা শেষ করে কুরবানির ঈদ উদযাপন করেন।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম