যুগান্তরের সিনিয়র সম্পাদনা সহকারী শাহজাদা নাছিরের বাবার ইন্তেকাল
![Icon](https://cdn.jugantor.com/uploads/settings/icon_2.jpg)
যুগান্তর ডেস্ক
প্রকাশ: ১২ নভেম্বর ২০২৩, ০৯:০১ পিএম
![যুগান্তরের সিনিয়র সম্পাদনা সহকারী শাহজাদা নাছিরের বাবার ইন্তেকাল](https://cdn.jugantor.com/assets/news_photos/2023/11/12/image-739520-1699801274.jpg)
জামালপুরের মেলান্দহের ৩নং মাহমুদপুর ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক শাহীনুর ইসলাম শাহীন সরকার ও যুগান্তরের সিনিয়র সম্পাদনা সহকারী শাহজাদা নাছিরের বাবা সেকান্দর আলী মাস্টার মারা গেছেন।
রোববার ভোর ৫টার দিকে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার বয়স হয়েছিল ৭৯ বছর।
মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
পেশাগত জীবনে সেকান্দর আলী জিলবাংলা সুগার মিলসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষকতা করেছেন। এদিন বাদ আসর জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়েছে।