Logo
Logo
×

মোবাইল

আইফোন ১৬তে নানা ত্রুটি

Icon

আইটি ডেস্ক

প্রকাশ: ৩১ অক্টোবর ২০২৪, ০৫:৫২ এএম

আইফোন ১৬তে নানা ত্রুটি

বিশ্বব্যাপী চলছে আইফোন উন্মাদনা। সম্প্রতি লঞ্চ হওয়া অ্যাপলের আইফোন নতুন সিরিজ ১৬ নিয়ে চলছে আলোচনা। এরই মধ্যে খবর বেরিয়েছে, সদ্যাগত আইফোনের স্পর্শনির্ভর ডিসপ্লে কাজ করছে না, ব্যাটারি দ্রুত ক্ষয় হয়ে যাওয়াসহ নানা অভিযোগের। আবার কোনো কারণ ছাড়াই নতুন আইফোন হঠাৎ রিস্টার্ট ও হ্যাং হয়ে যাওয়ার অভিযোগও করেছেন অনেক ব্যবহারকারী।

সামাজিক যোগাযোগমাধ্যম রেডিটসহ ম্যাক রিউমার ফোরাম ও অ্যাপলের কমিউনিটি ফোরামে বেশ কয়েকজন ভুক্তভোগী জানিয়েছেন, আইওএস ১৮-এর হালনাগাদ সংস্করণ আইওএস ১৮.০.১ ও ১৮.১ ইনস্টল করার পরও দিনে কয়েকবার আইফোন ১৬ রিস্টার্ট হচ্ছে। এমনকি হঠাৎ করে আইফোনের পর্দা কাজ না করার পাশাপাশি হ্যাং হয়ে যাচ্ছে।

প্রাথমিকভাবে আইফোন ১৬ প্রো মডেলে রিস্টার্ট ও হ্যাং সমস্যা দেখা দিলেও পরে আইফোন ১৬ সিরিজের অন্য মডেলগুলোতে একই সমস্যা হচ্ছে বলে জানিয়েছেন বেশ কয়েকজন ব্যবহারকারী। অবশ্য নতুন আইফোনের মডেলভেদে রিস্টার্ট হওয়ার সংখ্যার তারতম্যও হয়ে থাকে বলে জানিয়েছেন তারা।

নতুন আইফোন হঠাৎ করে রিস্টার্ট হয়ে যাওয়ার পাশাপাশি হ্যাং হয়ে যাওয়ার বিষয়ে বরাবরের মতো তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি অ্যাপল।

তবে বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ কয়েকজন আইফোন ব্যবহারকারী জানিয়েছেন, অ্যাপলের আইক্লাউড থেকে সফটওয়্যার রিস্টোরের পরিবর্তে আইফোনে নতুন করে সব সফটওয়্যার ইনস্টল করলে এ ধরনের সমস্যা হচ্ছে না। আর তাই আইক্লাউডের কারিগরি ত্রুটির কারণেই নতুন আইফোন রিস্টার্ট ও হ্যাং হচ্ছে বলে ধারণা করছেন অনেকে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম