আউটস্ট্যান্ডিং এশিয়ান পেডিয়াট্রিশিয়ান অ্যাওয়ার্ড পেলেন অধ্যাপক মনজুর হোসেন
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৪, ১২:৩১ এএম
বাংলাদেশে শিশু চিকিৎসার ক্ষেত্রে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ এশিয়ার শিশু চিকিৎসকদের বিরল সন্মাননা ‘আউটস্ট্যান্ডিং এশিয়ান পেডিয়াট্রিশিয়ান অ্যাওয়ার্ড (ওএপিএ) ২০২৪’ পেলেন বাংলাদেশের প্রখ্যাত শিশুরোগ বিশেষজ্ঞ ও ঢাকা শিশু হাসপাতালের সাবেক পরিচালক অধ্যাপক ডা. মনজুর হোসেন।
এশিয়া প্যাসিফিক পেডিয়াট্রিক্স অ্যাসোসিয়েশন ১৬ নভেম্বর তাকে এই পুরষ্কার প্রদান করে। পুরস্কার প্রাপ্তদের তালিকায় আরও রয়েছেন এশিয়ার বিভিন্ন দেশের স্বনামধন্য শিশুরোগ চিকিৎসক।
অধ্যাপক ডা. মনজুর হোসেন এশিয়া প্যাসিফিক পেডিয়াট্রিক্স অ্যাসোসিয়েশন এবং এশিয়ান সোসাইটি ফর পেডিয়াট্রিক ইনফেকশাস ডিজিজেসের (এএসপিআইডি) স্থায়ী কমিটির সদস্য। তিনি বাংলাদেশে পেডিয়াট্রিক ইনফেকশাস ডিজিজেস সোটাইটির (বিএসপিআইডি) সভাপতি, পেডিয়াট্রিক কার্ডিয়াক সোটাইটি অব বাংলাদেশ (পিসিএসবি) ও বাংলাদেশ পেডিয়াট্রিক অ্যাসোসিয়েশনের (বিপিএ) সাবেক সভাপতি।
শনিবার ফিলিপাইনের ওয়াটারফ্রন্ট সেবু সিটি হোটেল প্যাসিফিক বলরুমে গালা ডিনারের সময় আন্তর্জাতিক মানের এ পুরস্কারটি প্রদান করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সদ্য সাবেক সভাপতি ও বর্তমান সভাপতি এবং মহাসচিব যথাক্রমে পাকিস্তানের অধ্যাপক ইকবাল মেমন, ফিলিপাইনের অধ্যাপক জোসেলিন ইউসেবিও ও মালয়েশিয়ার অধ্যাপক জুলফিকলি ইসমাইলসহ কার্যকরী পরিষদের সদস্যসহ প্রায় সাড়ে ৫ হাজার শিশুচিকিৎসক ও আমন্ত্রিত অতিথি।
গত ১৪ থেকে ১৭ নভেম্বর ফিলিপাইনে অনুষ্ঠিত হয় ১৮তম এশিয়া প্যাসিফিক কংগ্রেস অব পেডিয়াট্রিক্স (এপিসিপি) ২০২৪-এর এই সম্মেলন।
পুরস্কার প্রদানের প্রতিক্রিয়ায় অধ্যাপক মনজুর হোসেন বলেন, এই বিরল সম্মান প্রদানের জন্য সংশ্লিষ্টদের ধন্যবাদ জ্ঞাপন করছি। আমি শিশুদের জীবন ও স্বাস্থ্যের সুরক্ষা, উন্নতি ও অধিকার আদায়ের জন্য সাধ্যমতো কাজ করে যেতে চাই।
উল্লেখ্য, ১৯৭৪ সালে দক্ষিণ-পূর্ব এশিয়া এবং আশেপাশের অঞ্চলে বসবাসকারী শিশুদের স্বাস্থ্যের অবস্থার উন্নতির লক্ষ্যে প্রতিষ্ঠিত হয়েছিল এশিয়া প্যাসিফিক পেডিয়াট্রিক্স অ্যাসোসিয়েশন।