Logo
Logo
×

মধ্যপ্রাচ্য

ইরানের বন্দর আব্বাসে ভয়াবহ বিস্ফোরণ, আহত বেড়ে ৪০৬

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৬ এপ্রিল ২০২৫, ০৫:৫০ পিএম

ইরানের বন্দর আব্বাসে ভয়াবহ বিস্ফোরণ, আহত বেড়ে ৪০৬

ইরানের দক্ষিণাঞ্চলের বন্দর নগরী বন্দর আব্বাসের শহিদ রেজায়ী বন্দরে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ৪০৬ জন আহত হয়েছেন। শনিবার স্থানীয় সময় দুপুর সাড়ে ১২টার দিকে হরমুজগান প্রদেশের ওই বন্দরে বিস্ফোরণটি ঘটে বলে জানিয়েছেন ইরানি কর্মকর্তারা।

স্থানীয় সূত্রগুলোর বরাতে আল-জাজিরা জানিয়েছে, শহিদ রেজায়ী বন্দর মূলত কন্টেইনার পরিবহণ পরিচালনা করে। সেই সঙ্গে এখানে তেলের ট্যাঙ্ক ও অন্যান্য পেট্রোকেমিক্যাল সুবিধাও রয়েছে।

ইরানের শীর্ষস্থানীয় বাণিজ্যিক এই বন্দরটি মূলত তেহরান থেকে প্রায় ১,০০০ কিলোমিটার দক্ষিণে অবস্থিত।

আর বিস্ফোরণটি ঘটেছে এই বন্দরের সিনা কনটেইনার ইয়ার্ডে। যেটি ইরানের পোর্টস অ্যান্ড মেরিটাইম অর্গানাইজেশনের অধীন। 

ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছে, প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে দাহ্য পদার্থের অবহেলাজনিত সংরক্ষণই এই বিস্ফোরণের কারণ।

হরমুজগান প্রদেশের দুর্যোগ ব্যবস্থাপনা প্রধান মেহরদাদ হাসানজাদেহ জানান, বিস্ফোরণের ফলে বন্দরের কার্যক্রম আপাতত বন্ধ রাখা হয়েছে এবং আহতদের দ্রুত চিকিৎসা কেন্দ্রে পাঠানো হয়েছে। 

এদিকে ইরানের জাতীয় পেট্রোলিয়াম রিফাইনিং ও ডিস্ট্রিবিউশন কোম্পানি জানিয়েছে, এই বিস্ফোরণের কোনো প্রভাব তাদের রিফাইনারি, জ্বালানি ট্যাংক বা পাইপলাইনের ওপর পড়েনি। অর্থাৎ জ্বালানিখাতে বড় কোনো বিপর্যয়ের শঙ্কা নেই।

এর আগে, ২০২০ সালের মে মাসে একই বন্দরে একটি বড় ধরণের সাইবার হামলার জন্য ইসরাইলের বিরুদ্ধে অভিযোগ উঠেছিল। যার ফলে বন্দরটির কার্যক্রম কয়েকদিনের জন্য অচল হয়ে পড়ে।

ওই ঘটনার ঠিক পাঁচ বছরের মাথায় একই বন্দরে আবার বিস্ফোরণ ঘটল। আর এটি এমন এক সময়ে ঘটলো যখন ওমানে নতুন একটি পারমাণবিক চুক্তির লক্ষ্যে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে আলোচনা চলছে। 

এর ফলে এই বিস্ফোরণ আঞ্চলিক নিরাপত্তা এবং কূটনৈতিক প্রচেষ্টায় নতুন চাপ তৈরি করতে পারে বলেই মনে করছেন বিশ্লেষকরা।

ইরান বিস্ফোরণ বন্দর

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম