
প্রিন্ট: ২৩ এপ্রিল ২০২৫, ০৮:৪৫ পিএম
সন্তানদের ছত্রাকযুক্ত রুটি খাওয়াচ্ছেন গাজার মায়েরা!

যুগান্তর ডেস্ক
প্রকাশ: ১৫ এপ্রিল ২০২৫, ০৯:০৪ পিএম

আরও পড়ুন
গাজার মায়েরা তাদের সন্তানদের ছত্রাকযুক্ত রুটি খাওয়াতে বাধ্য হচ্ছেন। কারণ কয়েক সপ্তাহ ধরে ইসরাইলের অবরোধে ত্রাণ সামগ্রী পৌঁছাতে না পেরে সেখানকার মানবিক পরিস্থিতি সংকটময় হয়ে উঠেছে।
মঙ্গলবার আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়, ফিলিস্তিনি মা হানাদি তার বাচ্চাদের জন্য শুকনো রুটি, যা অনেক দিন থাকার কারণে শক্ত ও ছত্রাক ধরে গেছে তাই বাচ্চাদের খেতে দিচ্ছেন। তিনি জানান, আমি কখনোই ভাবিনি যে আমি আবার এই রুটিটি বাচ্চাদের খেতে দেব।
গাজায় তাঁবুর আশ্রয়ে থাকা হানাদি ছত্রাক আক্রান্ত শক্ত, বাসি রুটির টুকরোগুলো বাচ্চাদের জন্য প্রস্তুত করতে করতে জানান। জাতিসংঘের শিশু সংস্থা, ইউনিসেফের একটি ভিডিও সাক্ষাৎকারে হানাদি আরও বলেন, ‘কিন্তু এখানে আমরা এটাই খাচ্ছি।’ হানাদি একটি রুটির ছত্রাক আক্রান্ত অংশগুলো হাত দিয়ে তুলে ফেলেন। সেখান থেকে ভালো অংশগুলো আলাদা করে রাখেন। এরপর সেগুলো চায়ের সঙ্গে মিশিয়ে বাচ্চাদের খেতে দেন। ডিম সংগ্রহ করা তার পক্ষে সম্ভব নয় বলে জানান হানাদি। বলেন, ‘এই মুহূর্তে এটি করা ছাড়া তার আর কোনো উপায় নেই।’
ইউনিসেফ উল্লেখ করেছে, হানাদি গাজার লাখ লাখ মায়েদের মধ্যে একজন। যারা বেঁচে থাকার জন্য কঠিন সংগ্রাম করছেন। কারণ ইসরাইলি বাহিনীর অবরোধের ফলে যুদ্ধবিধ্বস্ত অঞ্চলে খাদ্য, ওষুধ, বিশুদ্ধ পানি, জ্বালানি- সব সরবরাহ বন্ধ হয়ে গেছে। ইউনিসেফ গাজায় অবিলম্বে ত্রাণ সামগ্রী সরবরাহের পথ খুলে দিতে আহবান জানিয়েছে।