
প্রিন্ট: ১১ এপ্রিল ২০২৫, ০৩:৫৫ পিএম
নেতানিয়াহুর বিরুদ্ধে বিশ্বাসঘাতকতার অভিযোগ, গৃহযুদ্ধের পথে ইসরাইল
প্রকাশ: ০৬ এপ্রিল ২০২৫, ০৭:১৯ পিএম

আরও পড়ুন
ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সম্প্রতি একটি নতুন সংকটে জড়িয়ে পড়েছেন। নিজ দেশে দুর্নীতির অভিযোগে বিচারাধীন তিনি। পাশাপাশি গাজায় যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের কারণে আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) গ্রেফতারি পরোয়ানার মুখোমুখি নেতানিয়াহু।
এবার তিনি বিশ্বাসঘাতকতার গুরুতর অভিযোগে অভিযুক্ত। নেতানিয়াহুর বিরুদ্ধে অভিযোগ, ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলার ব্যাপারে তথ্য থাকা সত্ত্বেও তিনি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেননি।
৭ অক্টোবরের ঘটনার পেছনে নেতানিয়াহু?
ইসরাইলি সংবাদমাধ্যম ও জনগণের একাংশ আগে থেকেই দাবি করে আসছিলেন যে, ২০২৩ সালের ৭ অক্টোবরের হামলায় ১,২০০ ইসরাইলির মৃত্যুর ঘটনার সঙ্গে বাস্তবতার কোনো মিল নেই।
ইসরাইলের প্রভাবশালী দৈনিক হারেৎজ-এর এক প্রতিবেদনে বলা হয়, সেদিনের প্রত্যক্ষদর্শী ও দায়িত্বে থাকা সেনাদের সাক্ষ্যে জানা যায়, ‘হনিবাল ডিরেকটিভ’ জারি করে ইসরাইলি সেনাবাহিনী নিজ নাগরিক ও সেনাদের হত্যা করে, যেন তারা হামাসের হাতে না পড়ে।
অন্য কথায়, নেতানিয়াহু কেবল হাজার হাজার ফিলিস্তিনিদের ওপর গণহত্যা চালানোর জন্যই দায়ী নন, বরং তার নিজ সৈন্যদের হত্যার জন্যও দায়ী।
‘কাতারগেট’ তদন্ত কী বলছে?
তবে সর্বশেষ ঘটনাটি আগের অভিযোগগুলোর চেয়ে ভিন্ন প্রকৃতির। ইসরাইলের অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা শিনবেত বিষয়টি নিয়ে এক তদন্ত পরিচালনা করে। ‘কাতারগেট’ নামে পরিচিত এই তদন্তের ভিত্তিতে আরও গুরুতর অভিযোগ আনা হয়েছে নেতানিয়াহু ও তার কার্যালয়ের বিরুদ্ধে।
শিন বেত-এর এক তদন্তে উঠে আসে, নেতানিয়াহু ও তার উপদেষ্টারা ২০২৩ সালের ৭ অক্টোবরের হামলা সম্পর্কে আগে থেকেই জানতেন। তবে নিরাপত্তা সংস্থাগুলোকে তা জানানো হয়নি। এমনকি গাজার বেসামরিক কর্মচারীদের বেতন দেওয়ার জন্য কাতার থেকে যে অর্থ হামাসের কাছে পাঠানো হয়েছিল, সেই অর্থের কিছু অংশও আত্মসাৎ করা হয়েছিল। কারণ, অর্থগুলো নেতানিয়াহুর উপদেষ্টাদের মাধ্যমেই পাঠানো হয়েছিল।
নেতানিয়াহু ও তার উপদেষ্টাদের বিরুদ্ধে শিন বেতের এই তদন্তই মূলত ‘কাতারগেট কেলেঙ্কারি’ নামে পরিচিত। এই তদন্ত ফাঁস হওয়ার পর ইসরাইলের সামরিক গোয়েন্দা সংস্থার প্রধান আমান এবং চিফ অব স্টাফ তাদের ব্যর্থতার কারণে পদত্যাগ করেন। অন্যদিকে নেতানিয়াহু শিনবেত প্রধান রোনেন বার-এর পদত্যাগ দাবি করেন।
তবে, বার পদত্যাগ করা থেকে বিরত থাকেন। তিনি জানান, তারা দীর্ঘদিন ধরে নেতানিয়াহুর বিরুদ্ধে তদন্ত পরিচালনা করে আসছেন। তাই এই মুহূর্তে পদত্যাগ করা তার পক্ষে উপযুক্ত হবে না।
নেতানিয়াহু বনাম রাষ্ট্রীয় প্রতিষ্ঠান
নেতানিয়াহু জানান, তিনি বারের ওপর আস্থা হারিয়েছেন, তাকে তিনি বিশ্বাস করেন না। তাই তাকে বরখাস্ত করতে চান।
এমন অবস্থায় দেশটির অ্যাটর্নি জেনারেল জানান, শিনবেত প্রধানের পদটি ব্যক্তিগত আস্থার ভিত্তিতে নয়। তাই কেবল ‘অবিশ্বাস’ ও ‘আস্থাহীনতা’ বরখাস্তের জন্য যথেষ্ট নয়।
পরে ইসরাইলের সুপ্রিম কোর্টও সিদ্ধান্ত দেয় যে, বর্তমান পরিস্থিতিতে নেতানিয়াহু বার-কে বরখাস্ত করতে পারেন না।
এরপরও নেতানিয়াহু আদালতের সিদ্ধান্ত অমান্য করে বার-কে বরখাস্তের ঘোষণা দেন এবং তদন্ত বন্ধের নির্দেশ দেন।
ইসরাইল কি গৃহযুদ্ধের দ্বারপ্রান্তে?
নেতানিয়াহুর এই সিদ্ধান্তকে অনেকেই ইসরাইলের গণতন্ত্র ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা হিসেবে দেখছেন। ইতোমধ্যেই তেল আবিবে ২ লাখেরও বেশি মানুষ তার পদত্যাগের দাবিতে বিক্ষোভ করেছেন।
পাশাপাশি, দেশটির বিরোধী দলীয় নেতা ইয়াইর লাপিদ ইসরাইলি জনগণকে অসহযোগ আন্দোলনে আহ্বান জানিয়েছেন।
সাবেক প্রধানমন্ত্রী এহুদ ওলমার্ট বলেছেন, ‘ইসরাইলের সবচেয়ে বড় শত্রু হামাস বা ইরান নয়, বরং নেতানিয়াহু নিজেই‘।
তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, নেতানিয়াহু পদত্যাগ না করলে দেশ গৃহযুদ্ধে জড়িয়ে পড়বে।
বিচার বিভাগেও হস্তক্ষেপ
শুধু শিন বেত প্রধানই নয়, নেতানিয়াহু সুপ্রিম কোর্টের বিচারপতি নিয়োগ কমিটির কাঠামোও বদলাতে চাইছেন। এই কমিটি বর্তমানে বিরোধী পক্ষের জন্য ভারসাম্যপূর্ণ হলেও একে সরকারের অনুকূলে আনতে চান তিনি।
অর্থনৈতিক বিপর্যয়ও আসন্ন
সবকিছু মিলিয়ে ইসরাইলে রাজনৈতিক সংকটের পাশাপাশি অর্থনৈতিক বিপর্যয়ের আশঙ্কাও প্রবল। বিশ্ব আর্থিক প্রতিষ্ঠান মুডিস গত বছরের সেপ্টেম্বরে ইসরাইলের ক্রেডিট রেটিং দুই ধাপ কমিয়ে দিয়েছে।
সংস্থাটি জানায়, ইসরাইলের ‘রাজনৈতিক সংকট ও নেতানিয়াহুর নেতৃত্বে শাসনব্যবস্থার দুর্বলতা’ অর্থনীতিকে ঝুঁকির মধ্যে ফেলেছে।
চলমান যুদ্ধ লেবানন, সিরিয়া এমনকি ইরানেও ছড়িয়ে পড়ার আশঙ্কায় দেশটির অর্থনীতি দেউলিয়াত্বের মুখে পড়তে পারে।
সব মিলিয়ে, নেতানিয়াহুর বিরুদ্ধে শিনবেত প্রধানকে অপসারণ চেষ্টার মতো রাজনৈতিক পদক্ষেপ ও বিচারব্যবস্থায় হস্তক্ষেপ ইসরাইলকে একদিকে গৃহযুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে, অন্যদিকে অর্থনৈতিক ধসের মুখোমুখি করছে।
ইসরাইলিদের এখন সিদ্ধান্ত নিতে হবে, তারা কি এক যুদ্ধাপরাধী নেতানিয়াহুর সঙ্গে থাকবেন, নাকি গণতন্ত্র ও ভবিষ্যতের জন্য তার বিরুদ্ধে রুখে দাঁড়াবেন?
ইসরাইলিদের প্রতিক্রিয়া
অবশ্য ইতোমধ্যেই ইসরাইলি জনগণ তাদের প্রতিক্রিয়া দেখাতে শুরু করেছেন।
গত বৃহস্পতিবার রাতে ইসরাইলি গণমাধ্যমের খবরে বলা হয়েছে, তেলআবিবে ইসরাইলি জিম্মিদের পরিবারের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে। প্রতিবেদন অনুযায়ী, হামাসের সঙ্গে বন্দি বিনিময় চুক্তি সম্পন্ন করার দাবিতে তেল আবিবে ইহুদি বন্দিদের পরিবারগুলো বিক্ষোভ করেছে।
এতে আরও বলা হয়েছে, পুলিশ ইহুদি বসতি স্থাপনকারীদের বিক্ষোভকে বৈধ বলে মনে করেনি এবং তাদের ছত্রভঙ্গ করার জন্য বলপ্রয়োগ করেছে।
পরে শনিবার রাতে ইসরাইলি গণমাধ্যম দেশটির সংসদ নেসেটের কাছে ইসরাইলি পুলিশ বাহিনী এবং ইহুদিবাদী বিক্ষোভকারীদের মধ্যে সংঘর্ষের খবর দিয়েছে।
এরই ধারাবাহিকতায় রোববার রাতেও হাজার হাজার মানুষ তেলআবিবের রাস্তায় নেমে বন্দি বিনিময় বিষয়ে নেতানিয়াহু মন্ত্রিসভার কর্মকাণ্ডের প্রতিবাদ জানায়। তারা বন্দি বিনিময় চুক্তি বাস্তবায়নের দাবিতে এবং শিনবেত প্রধান ও মন্ত্রিসভার আইন উপদেষ্টাকে অপসারণ প্রচেষ্টার বিরোধিতা করে বিক্ষোভ করে।
অন্যদিকে অধিকৃত অঞ্চলের বেশিরভাগ বাসিন্দা নেতানিয়াহুর মন্ত্রিসভার কর্মক্ষমতা নিয়ে অসন্তুষ্টির কারণে আগাম নির্বাচন চেয়েছেন।
সম্প্রতি ইসরাইলের টিভি চ্যানেল-১৩ দ্বারা পরিচালিত একটি জরিপের ফলাফলে দেখা গেছে, অধিকৃত অঞ্চলের ৫৯.২ শতাংশ বাসিন্দা মনে করেন, ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ব্যক্তিগত কারণে শিনবেতের প্রধান এবং মন্ত্রিসভার আইনি উপদেষ্টা রোনেন বারকে বরখাস্ত করতে চেয়েছিলেন।
এছাড়াও জরিপে অংশগ্রহণকারীদের ৫৫.৭% যত তাড়াতাড়ি সম্ভব আগাম নির্বাচন অনুষ্ঠানের দাবি জানিয়েছেন।সূত্র: ডেইলি সাবাহ
ঘটনাপ্রবাহ: হামাস ইসরাইল যুদ্ধ
আরও পড়ুন