
প্রিন্ট: ১১ এপ্রিল ২০২৫, ০৫:১৯ পিএম
ইসরাইলি হামলায় আরও ৮৬ ফিলিস্তিনি নিহত

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ০৪ এপ্রিল ২০২৫, ০৭:৩৪ পিএম

আরও পড়ুন
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ইসরাইলি বিমান হামলায় গত ২৪ ঘণ্টায় আরও ৮৬ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এ নিয়ে ২০২৩ সালের অক্টোবর থেকে চলমান ইসরাইলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৫০,৬০৯ জনে পৌঁছেছে।
তবে গাজা সরকারের মিডিয়া অফিস জানিয়েছে, ধ্বংসস্তূপের নিচে আটকে থাকা হাজারো নিখোঁজ ব্যক্তিসহ প্রকৃত মৃতের সংখ্যা ৬২,৭০০ ছাড়িয়ে গেছে। খবর বার্তা সংস্থা আনাদোলুর।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় আরও ২৮৭ জন আহতকে হাসপাতালে ভর্তি করা হয়েছে, যার ফলে আহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১,১৫,০৬৩ জন।
বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, ‘ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় এখনো অনেক মৃতদেহ পড়ে আছে, কিন্তু উদ্ধারকর্মীরা সেখানে পৌঁছাতে পারছেন না’।
দখলদার ইসরাহলি সেনাবাহিনী যুদ্ধবিরতি ভেঙে গত ১৮ মার্চ গাজার ওপর আকস্মিক বিমান হামলা শুরু করে। যাতে এ পর্যন্ত ১,২৪৯ জন নিহত ও ৩,০২২ জন আহত হন। চলতি বছরের ১৯ জানুয়ারি হামাসের সঙ্গে ওই যুদ্ধবিরতি ও বন্দিবিনিময় চুক্তিটি কার্যকর হয়।
এর আগে গত নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ আদালত (ICC) গাজায় যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং তার সাবেক প্রতিরক্ষা মন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে।
যদিও এর পরবর্তী সময়ে নেতানিয়াহু যুক্তরাষ্ট্র ও হাঙ্গেরি সফর করলেও তাকে গ্রেফতার করা হয়নি। সম্প্রতি হাঙ্গেরি সফররত নেতানিয়াহুকে রীতিমত গ্রেফতার করতে অস্বীকৃতি জানান দেশটির প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী ভিক্টর ওরবান।
এমনকি আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) থেকে বেরিয়ে যাওয়ার ঘোষণাও দিয়েছে হাঙ্গেরি।
অন্যদিকে ইসরাইল গাজা যুদ্ধের কারণে আন্তর্জাতিক বিচার আদালতে (ICJ) গণহত্যার মামলার মুখোমুখি রয়েছে।
ঘটনাপ্রবাহ: হামাস ইসরাইল যুদ্ধ
আরও পড়ুন