
প্রিন্ট: ১১ এপ্রিল ২০২৫, ০৫:১১ পিএম
মার্কিন এমকিউ-৯ ড্রোন ভূপাতিত ইয়েমেনের

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ০৩ এপ্রিল ২০২৫, ০৬:০৬ পিএম

আরও পড়ুন
ইয়েমেনের সামরিক বাহিনী বৃহস্পতিবার এক ঘোষণায় বলেছে, তারা যুক্তরাষ্ট্রের একটি MQ-9 Reaper ড্রোন ভূপাতিত করেছে।
লেবাননভিত্তিক সংবাদমাধ্যম আল মায়াদিন জানিয়েছে, ইয়েমেনের সামরিক বাহিনী আল হুদাইদা প্রদেশের আকাশে ড্রোনটি ভূপাতিত করেছে।
ইয়েমেনি সামরিক বাহিনীর বিবৃতিতে বলা হয়, ‘এটি গত ৭২ ঘণ্টায় আমাদের সদস্যদের দ্বারা গুলি করে নামানো দ্বিতীয় মার্কিন ড্রোন। ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে আমরা মোট ১৭টি MQ-9 ড্রোন সফলভাবে ভূপাতিত করেছি’।
বাহিনীটি জানায়, ‘প্রতিশ্রুত বিজয় ও পবিত্র সংগ্রাম’ নামে পরিচালিত সামরিক অভিযানের অংশ হিসেবে তারা এই পদক্ষেপ নিয়েছে। যা মূলত গাজায় চলমান ইসরাইলি হামলার বিরুদ্ধে সংহতি প্রকাশের অংশ’।
বিবৃতিতে আরও বলা হয়, ‘আমাদের দেশের সার্বভৌমত্ব রক্ষা করতে আমরা শত্রুর যেকোনো প্রচেষ্টার মোকাবিলা করতে দৃঢ়প্রতিজ্ঞ। যতক্ষণ না গাজায় হামলা বন্ধ হচ্ছে ও অবরোধ প্রত্যাহার করা হচ্ছে, আমাদের অভিযান চলবে’।
এছাড়াও ইয়েমেনি বাহিনী আরেক বিবৃতিতে জানিয়েছে, তাদের সামরিক শাখাগুলোর সমন্বিত হামলায় মার্কিন বিমানবাহী রণতরী ‘হ্যারি এস ট্রুম্যান’ এবং এর সঙ্গে থাকা যুদ্ধজাহাজগুলোকে সফলভাবে লক্ষ্যবস্তু করা হয়েছে।
বিবৃতিতে বলা হয়, ‘মার্কিন আগ্রাসনের প্রতিশোধ নিতে ইয়েমেনের নৌবাহিনী, ড্রোন ইউনিট এবং ক্ষেপণাস্ত্র কমান্ড একসঙ্গে ক্রুজ মিসাইল ও ড্রোন ব্যবহার করে মার্কিন যুদ্ধজাহাজের ওপর নজিরবিহীন হামলা চালিয়েছে’।
মার্কিন প্রতিক্রিয়া ও বিমান হামলা
এদিকে, ইয়েমেনে মার্কিন বিমান হামলা অব্যাহত রয়েছে। সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, গত ১২ ঘণ্টায় যুক্তরাষ্ট্র ইয়েমেনের সা’দা প্রদেশে ২৭ বার বিমান হামলা চালিয়েছে।
এছাড়া একটি মার্কিন সশস্ত্র নজরদারি বিমান সা’দার মাজাজ এলাকায় একটি গাড়িকে লক্ষ্যবস্তু করে হামলা চালিয়েছে, যা নতুন করে উত্তেজনা বাড়িয়েছে। সূত্র: ইরনা
ঘটনাপ্রবাহ: হামাস ইসরাইল যুদ্ধ
আরও পড়ুন