
প্রিন্ট: ০৩ এপ্রিল ২০২৫, ০৪:৫১ পিএম
দক্ষিণ গাজায় ‘কঠোর যুদ্ধে’ ফেরার ঘোষণা ইসরাইলের

যুগান্তর ডেস্ক
প্রকাশ: ৩১ মার্চ ২০২৫, ১০:৩২ পিএম

আরও পড়ুন
গাজার দক্ষিণাঞ্চলীয় শহর রাফাতে নতুন হামলা জোরদারের পরিকল্পনার কথা জানিয়েছে ইসরাইলি সেনাবাহিনী। ওই অঞ্চলে ফের জোরপূর্বক উচ্ছেদের আদেশ ঘোষণা করেছে তারা।
ইসরাইলি সেনাবাহিনীর আরবি ভাষার মুখপাত্র আভিখাই আদরেয়ি সোমবার এক্সে এ ঘোষণা দেন।
ওই পোস্টে বলেন, সেনাবাহিনী রাফা ও তার আশপাশের এলাকায় ‘অত্যন্ত কঠোরভাবে যুদ্ধ করতে’ ফিরছে।
তিনি ফিলিস্তিনিদের তাৎক্ষণিকভাবে উপকূলীয় এলাকা আল-মাওয়াসিতে আশ্রয় নিতে নির্দেশ দেন।
যদিও গাজার ওপর চলমান যুদ্ধে এই এলাকাও বারবার ইসরাইলি হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে, তা সত্ত্বেও এটিকে একটি ‘নিরাপদ এলাকা’ হিসেবে ঘোষণা করা হয়েছিল।
উচ্ছেদ আদেশ জারির কিছুক্ষণ পরই ওই এলাকায় বাস্তুচ্যুত মানুষের জন্য স্থাপিত একটি তাঁবুর ওপর ইসরাইলি হামলায় অন্তত দুজন নিহত হয়েছে।
এদিকে ঈদের দিনেও দখলদার বাহিনীর হামলা থেকে রক্ষা পাননি ফিলিস্তিনিরা। ইসরাইলি হামলায় অন্তত নারী ও শিশুসহ ৬৪ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন।