
প্রিন্ট: ০৩ এপ্রিল ২০২৫, ০৫:৩৫ পিএম
ইসরাইলের বিরুদ্ধে ‘অপারেশন ট্রু প্রমিজ-৩’ চালানোর হুঁশিয়ারি

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ২৯ মার্চ ২০২৫, ০৫:২৭ পিএম

আরও পড়ুন
ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির একজন শীর্ষ সামরিক উপদেষ্টা নিশ্চিত করেছেন যে, ইরান তার প্রতিশ্রুত ‘অপারেশন ট্রু প্রমিজ-৩’ পরিচালনার বিষয়ে অবিচল রয়েছে।
মেজর জেনারেল ইয়াহিয়া রাহিম সাফাভি নামের ওই সামরিক উপদেষ্টা শুক্রবার এ কথা বলেন।
তার ভাষায়, ‘যদি এখনো ট্রু প্রমিজ-৩ বাস্তবায়ন না হয়ে থাকে, তাহলে নিশ্চয়ই এর পেছনে কৌশলগত কারণ রয়েছে। এটি বাতিল করা হয়নি, অবশ্যই চালানো হবে’।
অভিযানটি চালাতে দেরি হওয়ার কারণকে ‘কৌশলগত ও সচেতন পরিকল্পনার ফলাফল’ হিসেবে ব্যাখ্যা করেছেন মেজর জেনারেল ইয়াহিয়া।
ইরানের শক্তি দশগুণ বৃদ্ধি: সামরিক প্রধান
তার এই মন্তব্য এমন এক সময়ে সামনে এলো, যখন ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান মেজর জেনারেল মোহাম্মদ বাঘেরি ঘোষণা দিয়েছেন, ‘অপারেশন ট্রু প্রমিজ-২’ চালানোর সময় ব্যবহৃত সামরিক শক্তির তুলনায় বর্তমানে ইরানের সামরিক সক্ষমতা ১০ গুণ বেশি।
গত বছর ইরান ‘ট্রু প্রমিজ-১ এবং ২’ পরিচালনার মাধ্যমে ইসরাইলের বিরুদ্ধে প্রতিশোধমূলক হামলা চালিয়েছিল।
সেসব অভিযানে শত শত ব্যালেস্টিক মিসাইল ও ড্রোন ব্যবহার করা হয়, যা ইসরাইলের সামরিক ও গোয়েন্দা স্থাপনাগুলোতে নিখুঁতভাবে আঘাত হানে।
ইরানি কর্মকর্তারা জানিয়েছেন, সেই হামলাগুলোতে ইরান কেবল তার সামরিক শক্তির একটি ক্ষুদ্র অংশ ব্যবহার করেছিল। সূত্র: মেহের নিউজ
ঘটনাপ্রবাহ: ইরান ইসরাইল সংঘাত
আরও পড়ুন