
প্রিন্ট: ০১ এপ্রিল ২০২৫, ০৮:০১ এএম
মিশরের যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখান ইসরাইলের

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ২৮ মার্চ ২০২৫, ১২:৪৪ পিএম

ফাইল ছবি।
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় মিশরের যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখান করেছে ইসরাইল।মিশরীয় সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। লন্ডন-ভিত্তিক সংবাদমাধ্যম আল-আরাবি আল-জাদীদের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মা’আন।
বৃহস্পতিবার (২৭ মার্চ) এক প্রতিবেদনে মিডল ইস্ট মনিটর বলছে, চলতি বছরের জানুয়ারিতে শুরু হওয়া যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় হামলা চালায় ইসরাইল। ইসরাইলের আকস্মিক এই হামলায় নিহত হয়েছেন সাত শতাধিক মানুষ।
গাজায় পুনরায় শুরু হওয়া ইসরাইলি এই আগ্রাসন বন্ধের জন্য প্রস্তাব উত্থাপন করেছে মিশর। তবে ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সরকার কায়রোর উত্থাপিত সাম্প্রতিক সব যুদ্ধবিরতি প্রস্তাব প্রত্যাখ্যান করেছে, যার মধ্যে হামাসের গৃহীত একটি যুদ্ধবিরতি উদ্যোগ এবং ঈদের ছুটিতে শান্তির প্রস্তাব অন্তর্ভুক্ত রয়েছে।
মিশরীয় সূত্রগুলো বলছে, ‘ইসরাইল সম্প্রতি কায়রোর উত্থাপিত সব প্রস্তাব প্রত্যাখ্যান করেছে। ’
সংবাদমাধ্যমটি আরও জানিয়েছে, কায়রো জোরপূর্বক বাস্তুচ্যুত করার পরিকল্পনা পাস করার লক্ষ্যে ইসরাইলের প্রচেষ্টা প্রত্যাখান করেছে। তবে এ নিয়ে কোনো গ্যারান্টি দিতে অস্বীকৃতি জানিয়েছে মার্কিন প্রশাসন। তবে তারা ইসরাইলি প্রধানমন্ত্রীকে যুদ্ধবিরতি চুক্তি গ্রহণের জন্য চাপ দেবে।
প্রসঙ্গত, যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে গত ১৮ মার্চ ভোরে গাজায় পুনরায় সামরিক আগ্রাসন শুরু করে ইসরাইল। ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের মতে, আরব ও আন্তর্জাতিক নিন্দা সত্ত্বেও ইসরাইলি বোমা হামলায় নিহত হয়েছে শত শত মানুষ।