
প্রিন্ট: ০৩ এপ্রিল ২০২৫, ০৯:৫৪ এএম
যুক্তরাষ্ট্রকে ইরানের পালটা হুঁশিয়ারি

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ২৪ মার্চ ২০২৫, ০৮:১৪ পিএম

যুক্তরাষ্ট্র ইরানের পরমাণু কর্মসূচির ‘পুরোপুরি বিলুপ্তি’ চায় বলে জানিয়েছেন হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইক ওয়াল্টজ। সেই সঙ্গে ইরানকে কড়া হুঁশিয়ারি দিয়ে তিনি বলেছেন, ‘এটি ছেড়ে দাও, না হলে পরিণতি ভোগ করতে হবে’।
এর জবাবে পালটা হুঁশিয়ারি দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। তিনি বলেছেন, ইরান যে কোনো আগ্রাসনের মোকাবিলায় শতভাগ প্রস্তুত এবং ‘আমি নিশ্চিত, কেউ ইরানে আক্রমণের কথা কল্পনাও করবে না’।
সোমবার ইসলামিক রেড ক্রিসেন্ট সোসাইটির এক অনুষ্ঠানে উপস্থিত হয়ে তিনি এসব কথা বলেন।
ইরানী পররাষ্ট্রমন্ত্রীর ভাষায়, ‘ইরানের প্রস্তুতি অত্যন্ত উচ্চ পর্যায়ের, ১০০ শতাংশ। আমি নিশ্চিত যে, কেউ এই দেশ আক্রমণের কথা ভাববেও না। কারণ তারা এর পরিণতি সম্পর্কে জানে। আমাদের সশস্ত্র বাহিনী, মেডিকেল ও প্যারামেডিক ফোর্স, সরকার এবং জনগণের সক্ষমতা সবই প্রস্তুত’।
ট্রাম্পের চিঠির বিষয়ে তিনি বলেন, ‘সর্বোচ্চ নিষেধাজ্ঞা ও হুমকির চাপে পড়ে ইরান কখনই যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি আলোচনায় যাবে না’।
আব্বাস আরাগচি জোর দিয়ে বলেন, ‘প্রতিদিন যে নীতিমালা ও অভিযোগ তোলা হচ্ছে, তার মধ্যে আমরা কোনো সরাসরি আলোচনায় যাব না। তবে পরোক্ষ আলোচনার দরজা খোলা রয়েছে’।
এর আগে রোববার এক সাক্ষাৎকারে তিনি ট্রাম্পের চিঠির বিষয়ে বলেছিলেন, ‘যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা আর সম্ভব নয়, যদি না নির্দিষ্ট কিছু পরিবর্তন ঘটে’।
তার এই মন্তব্য এমন সময়ে এসেছে, যখন তেহরান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছ থেকে একটি চিঠি পেয়েছে। যেখানে তেহরানের সঙ্গে সরাসরি আলোচনার জন্য আহ্বান জানানো হয়েছে।
তবে তেহরান স্পষ্ট জানিয়ে দিয়ে বলেছে, ‘ইরান কোনো হুমকি ও চাপের মুখে সরাসরি আলোচনায় বসবে না এবং যদি কোনো সামরিক পদক্ষেপ নেওয়া হয়, তাহলে তার চূড়ান্ত জবাব দেওয়া হবে’।
এ বিষয়ে ইরানের শীর্ষ কূটনীতিক সোমবার আরও জানান, ইরান রাশিয়া, চীন এবং ইউরোপীয় দেশগুলোর সঙ্গে তার শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচি নিয়ে পরোক্ষ আলোচনা চালিয়ে যাচ্ছে। সূত্র: মেহের নিউজ
ঘটনাপ্রবাহ: ইরান ইসরাইল সংঘাত
আরও পড়ুন