কেন লেবাননে জনবসতিতে হামলা, ভিডিও প্রকাশ ইসরাইলের
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০২৪, ০১:৪৯ পিএম
গাজা যুদ্ধের মধ্যেই বিগত কয়েক দিন ধরে লেবাননে নির্বিচার হামলা চালিয়ে আসছে ইসরাইল। ফিলিস্তিনি যুদ্ধবিরতির আলোচনা কেড়ে নিয়ে এখন মধ্যপ্রাচ্য নতুন উত্তেজনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে লেবানন।
জাতিসংঘের সাধারণ অধিবেশনে বিশ্বনেতার ইসরাইলের আগ্রাসনের বিরুদ্ধে যখন সরব, ঠিক তখন একটি ভিডিও প্রকাশ করেছে ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী। কেন তারা লেবাননের জনবসতিপূর্ণ এলাকায় হামলা করছে তার ব্যাখ্যা দিয়েছে ওই ভিডিওতে।
ইসরাইলের দাবি, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে দক্ষিণ লেবাননে হামলা চালাচ্ছে তারা। এতে আন্তর্জাতিক আইন মানা হচ্ছে বলেও দাবি তাদের।
ইসরাইলের বিরুদ্ধে অভিযোগ উঠেছে, বিমান হামলা করে লেবাননের সাধারণ মানুষকে হত্যা করছে তারা। তবে এই অভিযোগের জবাবে ইসরাইল বলছে, সাধারণ মানুষের আবাসস্থলে নিজেদের লুকিয়ে রেখেছে হিজবুল্লাহর সশস্ত্রযোদ্ধারা। আর এসব যোদ্ধারা সাধারণ মানুষের ঘরবাড়ি থেকে ইসরাইলে হামলা চালাচ্ছে।
বুধবার (২৬ সেপ্টেম্বর) সামাজিকমাধ্যমে ইসরাইলের তরফ থেকে শেয়ার করা ভিডিওতে দাবি করা হয়েছে, বিগত ২০ বছর ধরে দক্ষিণ লেবাননকে কার্যত নিজেদের ‘লঞ্চ প্যাড’ বানিয়ে রেখেছে হিজবুল্লাহ। এখানকার প্রতি ২-৩ বাড়ি অন্তর সব বাড়িতে অস্ত্র এবং গোলাবারুদ লুকিয়ে রাখা আছে তাদের। এই জায়গা থেকেই হিজবুল্লাহ প্রতিনিয়ত ইসরাইলকে আক্রমণ করে এসেছে।
ইসরাইলি সেনাবাহিনীর আরো দাবি, সাধারণ মানুষের বাড়িগুলোকেই নিজেদের অস্ত্র কারখানা বানিয়ে রেখেছে হিজবুল্লাহ। যেখানে কাছাকাছি স্কুল এবং মসজিদ রয়েছে। যাতে কেউ হামলা করলে সাধারণ মানুষকে হাতিয়ার হিসেবে ব্যবহার করা যায়। হিজবুল্লাহর হামলার ভয়ে উত্তর ইসরাইলের প্রায় ৬০ হাজার বাসিন্দা বাস্তচ্যুত হয়েছে বলছে ইসরাইল।
তারবিহীন যোগাযোগ যন্ত্র পেজার এবং ওয়াকিটকি বিস্ফোরণ ঘটিয়েও প্রতিশোধ স্পৃহা কমছে না বেনিয়ামিন নেতানিয়াহু সরকারের। ভিডিওতে বলা হয়েছে, হিজবুল্লাহ এতোদিন যা করেছে যথেষ্ট হয়েছে, ইসরাইলের অখণ্ডতা ধরে রাখতে আর তা বরদাশত করা হবে না।
গত কয়েকদিনে একের পর এক হামলায় হিজবুল্লাহর একাধিক ঘাঁটি ধ্বংস করার দাবি করেছে ইসরাইল। একাধিক জায়গায় বিমান হামলা চালিয়ে হিজবুল্লার শীর্ষ কমান্ডারকে হত্যা করা হয়েছে।
এদিকে মার্কিন যুক্তরাষ্ট্রসহ কয়েকটি দেশ মধ্যপ্রাচ্য পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ইসরাইলকে যুদ্ধবিরতি ঘোষণা আহ্বান জানিয়েছে। অন্তত ২১ দিনের জন্য যুদ্ধবন্ধ চান তারা। কিন্তু এ আহ্বান নাকচ করেছে ইসরাইল প্রশাসন। নেতানিয়াহুর সাফ কথা, কোনওভাবে হিজবুল্লাহর বিরুদ্ধে আক্রমণ তারা থামাবে না। যতদিন না তাদের হুমকি মনে করা হবে, হামলা চলবে।