Logo
Logo
×

মধ্যপ্রাচ্য

ইরানের সঙ্গে কৌশলগত অংশীদারিত্ব চুক্তি অনুমোদন পুতিনের

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৯ সেপ্টেম্বর ২০২৪, ০৪:১৮ পিএম

ইরানের সঙ্গে কৌশলগত অংশীদারিত্ব চুক্তি অনুমোদন পুতিনের

গত ১০ সেপ্টেম্বর ইরানের ওপর নতুন করে নিষেধাজ্ঞা জারি করে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স এবং জার্মানি। রাশিয়াকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সরবরাহের অভিযোগে এ নিষেধাজ্ঞা আরোপ করা হয়।  এরপরও দুটি দেশের দ্বিপাক্ষিক সম্পর্কে ফাটল ধরানো যায়নি।  

এবার ইরানের সঙ্গে একটি কৌশলগত অংশীদারিত্ব চুক্তি স্বাক্ষরের জন্য দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রস্তাবে অনুমোদন দিয়েছেন  রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। গতকাল (বুধবার) জারি করা একটি ডিক্রির মাধ্যমে পুতিন এই অনুমোদন দেন।  বর্তমান পরিবর্তনশীল বৈশ্বিক রাজনৈতিক পরিমণ্ডলে ইরান ও রাশিয়ার এ চুক্তির তাৎপর্য রয়েছে।

ডিক্রিতে বলা হয়েছে, নির্দিষ্ট সময়সীমা ছাড়াই এই ধরনের একটি চুক্তি স্বাক্ষর করা হবে। 

সম্প্রতি রাশিয়ার নিরাপত্তা পরিষদের সচিব সের্গেই শোইগু ইরানের রাজধানী তেহরান সফর করেছেন। ওই সফরে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানসহ ইরানের শীর্ষ পর্যায়ের কর্মকর্তাদের সাথে বৈঠক করেন।  

পেজেশকিয়ানের সঙ্গে বৈঠকে শোইগু জোর দিয়ে বলেছেন, প্রেসিডেন্ট পুতিন তাকে ইরানের কর্মকর্তাদের কাছে এই বার্তা পৌঁছে দিতে বলেছিলেন যে, আঞ্চলিক ইস্যুতে ইরানের সাথে সহযোগিতার বিষয়ে রাশিয়ার অবস্থানে কোনো পরিবর্তন হয়নি।

পেজেশকিয়ানও রাশিয়ার নিরাপত্তা প্রধানকে আশ্বস্ত করেছেন যে, রুশ-ইরান সম্পর্ক স্থায়ী এবং দীর্ঘস্থায়ী পথ ধরে প্রসারিত হতে থাকবে।  

ইরানের গণমাধ্যমে বলা হয়েছে, ২০০১ সালে ইরান এবং রাশিয়া পারস্পরিক সম্পর্ক ও সহযোগিতার নীতির ভিত্তিতে ১০ বছর মেয়াদি একটি চুক্তি সই করে। এর মেয়াদ শেষ হওয়ার পর চুক্তিটি দুই দফায় পাঁচ বছর করে বাড়ানো হয়েছে।  সর্বশেষ বর্ধিত মেয়াদ শেষ হবে ২০২৬ সালে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম