Logo
Logo
×

মধ্যপ্রাচ্য

স্পেনের উদ্যোগে ইসরাইল-ফিলিস্তিন দ্বি-রাষ্ট্র নিশ্চিতে বৈঠক

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৪ সেপ্টেম্বর ২০২৪, ০৪:১১ পিএম

স্পেনের উদ্যোগে ইসরাইল-ফিলিস্তিন দ্বি-রাষ্ট্র নিশ্চিতে বৈঠক

ইসরাইল-ফিলিস্তিনের জন্য একটি দ্বি-রাষ্ট্র সমাধান নিশ্চিতে স্পেনে একত্রিত হয়েছে আরব, তুর্কি এবং ইউরোপীয় ইউনিয়নের একদল কর্মকর্তা। শুক্রবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে ইউরো নিউজ।

ইসরাইল-ফিলিস্তিন সংঘাত থামাতে দ্বি-রাষ্ট্রীয় সমাধান নিয়ে আলোচনার জন্য আরব-ইসলামিক গোষ্ঠী এবং ইউরোপীয় ইউনিয়নের কর্মকর্তাদের সঙ্গে মাদ্রিদে বৈঠক আয়োজন করে স্পেন।

বৈঠক শেষে স্পেনের পররাষ্ট্রমন্ত্রী জোসে ম্যানুয়েল আলবারেস বলেছেন, তার দেশ গাজায় চলমান সংঘাত বন্ধে কাতার, মিশর এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সমস্ত যুদ্ধবিরতি প্রচেষ্টাকে সমর্থন করছে।

তিনি হামাসের প্রতি ইসরাইলি জিম্মিদের মুক্তির আহ্বান জানান । একইসঙ্গে ইসরাইলের উপর গাজা উপত্যকায় অবিলম্বে মানবিক সহায়তা প্রবেশে জরুরি প্রয়োজনের উপর জোর দেন।

এর আগে গত মে মাসে স্পেন, নরওয়ে এবং আয়ারল্যান্ডের আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেয়। যা ইসরাইলের কাছ থেকে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করে।

মনক্লোয়া প্রাসাদে প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ আয়োজিত এই বৈঠকে উপস্থিত ছিলেন ফিলিস্তিন, সৌদি আরব, স্লোভেনিয়া, নরওয়ে, তুরস্ক এবং মিশরের পররাষ্ট্রমন্ত্রীরা। এছাড়া আরব লীগের মহাসচিব, কাতারের প্রতিমন্ত্রী এবং ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র নীতি প্রধান জোসেপ বোরেলও উপস্থিত ছিলেন।

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম