Logo
Logo
×

মধ্যপ্রাচ্য

ইইউর মতো মুসলিম বিশ্বের সীমান্ত চান ইরানি প্রেসিডেন্ট

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১২ সেপ্টেম্বর ২০২৪, ১২:২০ পিএম

ইইউর মতো মুসলিম বিশ্বের সীমান্ত চান ইরানি প্রেসিডেন্ট

জুলাইয়ে নির্বাচিত হওয়ার পর ইরাক সফরে গেলেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেকশিয়ান। দায়িত্ব গ্রহণের পর এটি তার প্রথম কোনো বিদেশ সফর।  

ইরাক সফরে ইসরাইলের আগ্রাসনের বিরুদ্ধে রুখে দাঁড়াতে বিশ্বের মুসলিম দেশগুলোর মধ্যে একটি যৌথ ফোরাম গঠনের আহ্বান জানিয়েছেন পেজেকশিয়ান।  

একইসঙ্গে ইউরোপীয় ইউনিয়নের মতো মুসলিম দেশগুলোর সীমান্ত ব্যবস্থা গড়ে তোলার আহ্বান জানিয়েছেন তিনি। এতে অবাধ চলাচলের পথ উন্মুক্ত হবে।  বুধবার এ তথ্য জানিয়েছে ইরানি গণমাধ্যম।

তাসনিম নিউজ এজেন্সি জানিয়েছে, বুধবার ইরাক পৌঁছালে পেজেকশিয়ানকে বাগদাদ বিমানবন্দরে উষ্ণ অভ্যর্থনা জানান ইরাকি প্রধানমন্ত্রী মোহাম্মদ শিয়া আল-সুদানি।  ওইদিনই ইরাকি প্রেসিডেন্ট আবদুল লতিফ রশিদের সঙ্গে বৈঠকে বসেন পেজেকশিয়ান।

বৈঠকে পেজেকশিয়ান বলেন, মুসলিম বিশ্বের এই ঐক্য এই মুহুর্তে ‘ইহুদিবাদী সন্ত্রাসবাদের’ বিরুদ্ধে কার্যকর লড়াইয়ের জন্য গুরুত্বপূর্ণ।

ইরানি প্রেসিডেন্ট বলেন, ‘মুসলিম দেশগুলোর মধ্যে ঐক্য পশ্চিমা নিষেধাজ্ঞা বানচাল করতে সহায়তার পাশাপাশি ইহুদিবাদী ইসরাইলের সন্ত্রাসবাদ মূলোৎপাটনের চাবিকাঠি হিসেবে কাজ করবে।’

পেজেকশিয়ান ইরান-ইরাক সম্পর্ক নিয়ে পেজেকশিয়ান বলেন, ‘দুই দেশের মধ্যে স্থায়ী আর্থিক ও অর্থনৈতিক চুক্তি দ্বিপক্ষীয় সম্পর্ক আরো জোরদার করতে এবং আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতা প্রতিষ্ঠায় যৌথ সহযোগিতা দরকার’।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, বৈঠকে ইরাকি প্রেসিডেন্ট রশিদ লতিফ পেজেশকিয়ানের সফরকে স্বাগত জানান এবং ইরানের সাবেক প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি এবং সাবেক পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আব্দুল্লাহিয়ানের স্মৃতির প্রতি সম্মান জানান।   গত মে মাসে ইরানের উত্তর-পশ্চিমাঞ্চলে আকস্মিক হেলিকপ্টার দুর্ঘটনায় তারা নিহত হন। 

এছাড়া দুই দেশের মধ্যে আরও চুক্তি ও সমঝোতা স্মারক সইয়ের ঘটনাকে পাশাপাশি  এবং আর্থিক বিনিময়েরে ক্ষেত্রে ডলার বাদ দেয়ার প্রচেষ্টা জোরদার দেন তিনি।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম