Logo
Logo
×

মধ্যপ্রাচ্য

ইসরাইলের হাইফা বন্দরে যৌথ অভিযান

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ২৩ জুন ২০২৪, ১২:২১ পিএম

ইসরাইলের হাইফা বন্দরে যৌথ অভিযান

ইয়েমেনের হুথিরা বলেছেন, তারা ইসরাইলের উত্তর হাইফা বন্দরে চারটি জাহাজ লক্ষ্য করে যৌথ সামরিক অভিযান পরিচালনা করেছে। তাদের এ অভিযানে অংশ নেয় ইসলামিক রেজিস্ট্যান্স ইন ইরাক।

রোববার সকালে এক বিবৃতিতে গোষ্ঠীটির মুখপাত্র ইয়াহিয়া সারে বলেন, ইসরাইলি বন্দরটি ব্যবহার করায় টার্গেটে পরিণত হয় ট্যাংকার ও কার্গো জাহাজ। তার দাবি, হামলার শিকার হয়েছে মার্কিন রণতরী- ইউএসএস আইজেনহাওয়ার। আক্রান্ত হয়েছে লাইবেরিয়ার পতাকা ও পণ্যবাহী জাহাজও। এছাড়া আরও দুটি বাণিজ্যিক জাহাজে হয়েছে ড্রোন হামলা।

তিনি বলেন, জাহাজগুলো এমন কোম্পানির ছিল যারা অধিকৃত ফিলিস্তিনের বন্দরে প্রবেশের নিষেধাজ্ঞা লঙ্ঘন করেছে।

ইসরাইলি সামরিক বাহিনী অভিযানের বিষয়ে তাত্ক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি।  যদিও গত মাসের শুরুতে হুথিদের অনুরূপ দাবি অস্বীকার করে ইসরাইল। 

অভিযান সফল হয়েছে- এমনটাও দাবি হুতিদের। গাজায় ইসরাইলি আগ্রাসনের প্রতিবাদে, গত নভেম্বর থেকে লোহিত সাগর এবং আশপাশের এলাকায় ইসরাইলমুখী জাহাজে হামলা শুরু করেন হুতিরা।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম