Logo
Logo
×

মধ্যপ্রাচ্য

যুক্তরাষ্ট্রের বিমানবাহী ও বাণিজ্যিক জাহাজে হুথিদের হামলা

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ০২ জুন ২০২৪, ০১:২৯ পিএম

যুক্তরাষ্ট্রের বিমানবাহী ও বাণিজ্যিক জাহাজে হুথিদের হামলা

লোহিত সাগর অবস্থিত যুক্তরাষ্ট্রের বিমানবাহী জাহাজ ডোয়াইট আইজেনহাওয়ারে একদিনে দুবার হামলা চালিয়েছেন ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। হুথির সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।  খবর রুশ সংবাদমাধ্যম তাসের।

আল মাসিরাহ টিভি চ্যানেলকে দেওয়া এক সাক্ষাৎকারে সারিয়া জানান, ২৪ ঘণ্টা মধ্যে বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র এবং ড্রোন ব্যবহার করে এ হামলা চালানো হয়। মার্কিন নৌবাহিনীর একটি ডেস্ট্রয়ার এবং তিনটি বাণিজ্যিক জাহাজ মাইনা, অ্যালোরাইক এবং আবলিয়ানিতে এ হামলা চালানো হয় বলে তিনি জানিয়েছেন। 

এই মুখপাত্র আরও বলেন, বেশ কয়েকটি ড্রোন সরাসরি আঘাত করে মার্কিন নৌবাহিনীর ডেস্ট্রয়ারে। প্রথমে লোহিত এবং পরে আরব সাগরে হামলার শিকার হয় মাইনা জাহাজটি। ভারত মহাসাগরে অ্যালোরাইক জাহাজ এবং লোহিত সাগরে আবলিয়ানি জাহাজে আক্রমণ করা হয়। 

যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য শুক্রবার রাতে হুথিদের স্থাপনায় ব্যাপক হামলা চালায়। ইউএস সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, হুথিদের নিয়ন্ত্রিত ১৩টি স্থানে এ হামলা চালানো হয়।

Jamuna Electronics

Infostation
Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম