Logo
Logo
×

মধ্যপ্রাচ্য

ইরাকি নারী টিকটকারের বিরুদ্ধে বিচার বিভাগের যে রায় ছিল 

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ২৮ এপ্রিল ২০২৪, ০৬:১৭ পিএম

ইরাকি নারী টিকটকারের বিরুদ্ধে বিচার বিভাগের যে রায় ছিল 

ইরাকি সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার ওম ফাহাদকে গুলিকে হত্যা করা হয়েছে। বাগদাদে বাড়ির বাইরে গুলি করে তাকে হত্যা করা হয়। 

শুক্রবার রাজধানীর পূর্ব জায়েন এলাকায় এ ঘটনা ঘটে। বাগদাদ পুলিশের একটি সূত্র মার্কিন সংবাদমাধ্যম সিএনএনকে এ তথ্য জানিয়েছে।

ইরাকের স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকেও এ হত্যাকাণ্ডের বিষয়টি নিশ্চিত করে এক বিবৃতিতে জানায়, ‘সোশ্যাল মিডিয়ায় পরিচিত একজন নারীকে ‘অজ্ঞাত আততায়ী’ হত্যা করেছে।

এ হত্যাকাণ্ড নিয়ে তদন্তের জন্য একটি ‘বিশেষ তদন্ত দল’ গঠন করা হয়েছে বলেও ওই বিবৃতিতে জানানো হয়।

ফাহাদের আসল নাম গুফরান সাওয়াদি। স্থানীয় সংবাদ মাধ্যমগুলো জানায়, হত্যাকাণ্ডের সময় তিনি তার গাড়িতে ছিলেন। মোটরসাইকেলে করে আসা একজন বন্দুকধারী তাকে গুলি করেন।

যুক্তরাষ্ট্র মালিকানাধীন সংবাদ সংস্থা আল হুররা জানায়, এ হামলায় আরও একজন নারী আহত হয়েছেন।

পপ গানের সঙ্গে নেচে টিকটক ভিডিও বানানোর জন্য পরিচিত ছিলেন ফাহাদ। সেখানে তার হাজার হাজার অনুসারী ছিল।

সাওয়াদি টিকটকে জনপ্রিয় ছিলেন, যেখানে তিনি কিছুটা আঁটসাঁট পোশাকে বিভিন্ন পপ সংগীতে নিজের নাচের ভিডিও শেয়ার করতেন। অতীতে এ ভিডিওগুলো ইরাকের বিচার বিভাগ দ্বারা অনুপযুক্ত বলে ঘোষণা করা হয় এবং তাকে ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়। 

এ নিয়ে ইরাকি বিচার বিভাগের এক বিবৃতিতে বলা হয়, ‘জনসাধারণের শালীনতা ও নৈতিকতা লঙ্ঘন করে অশ্লীল ও অশালীন ভাষা সম্বলিত বেশ কয়েকটি চলচ্চিত্র এবং ভিডিও তৈরি ও প্রকাশের অপরাধে সাওয়াদিকে ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।’

এর আগেও ইরাকের অন্যান্য সোশ্যাল মিডিয়া ব্যক্তিত্বরা প্রাণঘাতী হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছেন।

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম