Logo
Logo
×

মধ্যপ্রাচ্য

জইশ আল-আদলের সঙ্গে ইসরাইলের সম্পর্ক রয়েছে: ইরানের পররাষ্ট্রমন্ত্রী

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৮ জানুয়ারি ২০২৪, ০৩:৫১ এএম

জইশ আল-আদলের সঙ্গে ইসরাইলের সম্পর্ক রয়েছে: ইরানের পররাষ্ট্রমন্ত্রী

এবার পাকিস্তানে দুটি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান।  মঙ্গলবার দুই দেশের সীমান্তবর্তী বেলুচিস্তানের দক্ষিণ-পশ্চিম প্রদেশের একটি গ্রামে জঙ্গিগোষ্ঠী জইশ আল-আদলের দুটি ঘাঁটিকে লক্ষ্যবস্তু করে এ হামলা চালান হয়।  জইশ আল-আদলের সঙ্গে ইসরাইলের সম্পর্ক রয়েছে বলে দাবি করেছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়। খবর রয়টার্সের।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আমির আব্দুল্লাহিয়ান বলেছেন, তারা মঙ্গলবার পাকিস্তানে জঙ্গিগোষ্ঠীর ওপর ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছেন। ওই গোষ্ঠীর সঙ্গে ইসরাইলের সম্পর্ক রয়েছে।

রয়টার্সের প্রতিবেদন অনুসারে জইশ আল-আদল নামে জঙ্গিগোষ্ঠী সম্পর্কে আরও যেসব তথ্য পাওয়া গেছে তা তুলে ধরা হল।

জইশ আল-আদল কারা: জুনদাল্লাহ নামে ইরানভিত্তিক একটি সংগঠনের শাখা জইশ আল-আদল।  মূলত এটি সুন্নি মুসলিমদের একটি চরমপন্থি গ্রুপ।  ২০০২ সালের দিকে জুনদাল্লাহ প্রতিষ্ঠা করেন আব্দোলমালেক রিগি। ইরান সরকার ২০১০ সালে তার মৃত্যুদণ্ড কার্যকর করা পর্যন্ত তিনি এ সংগঠনের নেতৃত্ব দেন। রিগির মৃত্যুর পর জুনদাল্লাহর মতাদর্শ নিয়ে বেশ কয়েকটি গোষ্ঠীর সৃষ্টি হয়। সেগুলোর মধ্যে জইশ আল-আদল ২০১২ সালের দিকে সবচেয়ে প্রভাবশালী হয়ে ওঠে। জইশ আল-আদল ইরানের দক্ষিণাঞ্চল এবং বেলুচিস্তান প্রদেশে কার্যক্রম পরিচালনা করে। বেলুচিস্তানের এ এলাকা পাকিস্তানের সঙ্গে ইরান ও আফগানিস্তান সীমান্তবর্তী; সেখানেই এ হামলা চালানো হয়। 

জইশ আল-আদলের লক্ষ্য: সংখ্যালঘু বেলুচিদের জন্য বৃহত্তর অধিকার এবং উন্নত জীবনযাত্রার দাবি জানিয়েছে জইশ আল-আদল।  ইরানের দক্ষিণ-পূর্ব প্রদেশ সিস্তান-বেলুচিস্তানে নিরাপত্তা বাহিনীর ওপর সাম্প্রতিক বছরগুলিতে বেশ কয়েকটি হামলার দায় স্বীকার করেছে সংগঠনটি।  এ গোষ্ঠী ইরাক ও সিরিয়াভিত্তিক জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের প্রতি আনুগত্য প্রকাশ করেছে।

জুনদাল্লাহ ও জইশ আল-আদল–দুই গোষ্ঠীকেই ‘বিদেশি সন্ত্রাসী সংগঠন’ হিসেবে সাব্যস্ত করেছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম