Logo
Logo
×

মধ্যপ্রাচ্য

ইউরেনিয়াম উৎপাদন বাড়াচ্ছে ইরান

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ২৮ ডিসেম্বর ২০২৩, ০২:০৯ এএম

ইউরেনিয়াম উৎপাদন বাড়াচ্ছে ইরান

অস্ত্র-গ্রেড ইউরেনিয়াম উৎপাদন বাড়াচ্ছে ইরান। বিষয়টি নিশ্চিত করেছেন আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থা (আইএইএ)। সংস্থাটি একটি রিপোর্টে উল্লেখ করে-তেহরান উচ্চ-গ্রেডের উপাদানের ইউরেনিয়াম উৎপাদন ত্বরান্বিত করছে। এ খবর প্রকাশের পরপরই যুক্তরাষ্ট্র গভীর উদ্বেগ প্রকাশ করছে। মঙ্গলবার হোয়াইট হাউজ জাতীয় নিরাপত্তা পরিষদের এক বিবৃতিতে জানা যায়, ইরানের পারমাণবিক বৃদ্ধি এমন এক সময়ে আরও বেশি উদ্বেগজনক। কেননা ইরান-সমর্থকরা তাদের বিপজ্জনক এবং অস্থিতিশীল কার্যকলাপ চালিয়ে যাচ্ছে। এর মধ্যে রয়েছে সাম্প্রতিক মারাত্মক ড্রোন হামলা এবং ইরাক ও সিরিয়ায় অন্যান্য হামলার চেষ্টা এবং লোহিত সাগরে বাণিজ্যিক শিপিং জাহাজের বিরুদ্ধে হুথি হামলা। আলজাজিরা।

চীন তাইওয়ানের ‘পুনরেকত্রীকরণ’ চায় শি চীনের সঙ্গে তাইওয়ানের ‘পুনরেকত্রীকরণ’ চান প্রেসিডেন্ট শি জিনপিং। তাইওয়ানে প্রেসিডেন্ট নির্বাচনের কাছাকাছি সময় এ মন্তব্য করেন তিনি। মঙ্গলবার এক ভাষণে চীনের প্রেসিডেন্ট বলেন, ‘মাতৃভূমির (চীনের) সঙ্গে সম্পূর্ণভাবে একীভূত হয়ে যাওয়ার উপলব্ধির বিষয়টি উন্নয়নের একটি অনিবার্য ধারা। দেশের ন্যায়পরায়ণ জনগণও এটি চায়।’ ভাষণে চীনের প্রেসিডেন্ট আরও বলেন, ‘মাতৃভূমি (চীন ও তাইওয়ান) অবশ্যই আবারও একীভূত হবে।’ তাইওয়ানকে অনেক আগে থেকেই নিজেদের ভূখণ্ড বলে দাবি করে আসছে চীন। দেশটিকে কেন্দ্র করে চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে দফায় দফায় কূটনৈতিক দ্বন্দ্ব তৈরি হয়েছে। সর্বশেষ তাইওয়ানকে নিয়ে চীনের পরিকল্পনার কথা মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে জানিয়েছেন শি জিন পিং। তিনি বাইডেনকে বলেছেন, চীন অবশ্যই তাইওয়ানকে নিজের সঙ্গে একীভূত করে নেবে। এমনকি ‘চীন থেকে তাইওয়ানকে বিচ্ছিন্ন করতে চাওয়া যে কাউকেই প্রতিরোধ করতে হবে’ বলে হুঁশিয়ারি দিয়েছেন ক্ষমতাসীন নেতা। বলা যায়, এ সতর্কবাণী শুধু তাইওয়ানবাসীর জন্যই নয় বরং ওয়াশিটংনের জন্যও দিয়েছেন শি।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম