মার্কিন নিরাপত্তা উপদেষ্টা সৌদি সফরে যাচ্ছেন শনিবার
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৫ মে ২০২৩, ০৬:০৬ পিএম
ফাইল ছবি
যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান সৌদি আরব সফরে যাচ্ছেন। সুলিভানের সৌদি সফর আগামীকাল শনিবার থেকে শুরু হচ্ছে।
বৃহস্পতিবার ওয়াশিংটন ইনস্টিটিউট ফর নিয়ার ইস্ট পলিসি নামে গবেষণা প্রতিষ্ঠানে তিনি এ কথা বলেন। খবর রয়টার্সের।
জ্যাক সুলিভান বলেন, এ সপ্তাহের শেষ দিকে তিনি সৌদি আরব যাবেন। সেখানে তিনি দেশটির নেতাদের সঙ্গে বৈঠক করবেন।
তিনি আরও বলেন, তার সৌদি সফরের আলোচনায় ইয়েমেন সংঘাতের বিষয়টি গুরুত্ব পাবে।
সুলিভান বলেন, সৌদি আরবে গিয়ে ভারত ও সংযুক্ত আরব আমিরাতের প্রতিনিধিদের সঙ্গে উপসাগরীয় অঞ্চলের পাশাপাশি যুক্তরাষ্ট্র এবং অন্যান্য অঞ্চলের মধ্যে সহযোগিতার নতুন ক্ষেত্রগুলো নিয়ে আলোচনা করবেন।
সুলিভান এমন একসময় সৌদি সফরে যাচ্ছেন, যখন ওয়াশিংটন ও রিয়াদের মধ্যকার সম্পর্কে টানাপোড়েন চলছে।
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন গত বছরের জুলাইয়ে সৌদি সফরে যান। ওই সময় থেকে দুই দেশের সম্পর্ক ভালো যাচ্ছে না।