Logo
Logo
×

মধ্যপ্রাচ্য

যুক্তরাষ্ট্রগামী তেলবাহী ট্যাংকার জব্দ করেছে ইরান

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৩ মে ২০২৩, ০৯:০৩ পিএম

যুক্তরাষ্ট্রগামী তেলবাহী ট্যাংকার জব্দ করেছে ইরান

ফাইল ছবি

হরমুজ প্রণালিতে সংযুক্ত আরব আমিরাতের দুবাই থেকে ফুজাইরাহ যাওয়ার পথে যুক্তরাষ্ট্রগামী তেলবাহী ট্যাংকার জব্দ করেছে ইরান।

বুধবার উপসাগরীয় জলসীমায় এক সপ্তাহের মধ্যে দ্বিতীয় তেলের ট্যাংকার আটকের বিষয়টি নিশ্চিত করেছে মার্কিন নৌবাহিনী।

মার্কিন নৌবাহিনীর বাহরাইনভিত্তিক পঞ্চম নৌবহর সূত্রে জানা যায়, পানামা-পতাকাবাহী তেল ট্যাংকার নিওভি হরমুজ প্রণালি দিয়ে যাওয়ায় বুধবার স্থানীয় সময় সকাল সোয়া ৬টার দিকে আটক করে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড কর্পস নেভি। 

মার্শাল দ্বীপপুঞ্জ জানিয়েছে, ইরান বৃহস্পতিবার ওমান উপসাগরে ‘অ্যাডভান্টেজ সুইট’ নামে একটি মার্শাল দ্বীপপুঞ্জ-পতাকাবাহী ট্যাংকার আটক করার পর এ ঘটনাটি ঘটে। বন্দর আব্বাসে ইরানি কর্তৃপক্ষের হাতে ওই ট্যাংকারটি আটক রয়েছে।

মেরিটাইম সিকিউরিটি ফার্ম অ্যামব্রে বলেছে, সম্প্রতি যুক্তরাষ্ট্র ইরানের ‘সুয়েজ রাজান’ ট্যাংকার আটক করে। এর প্রতিশোধ হিসেবে যুক্তরাষ্ট্রগামী ‘অ্যাডভান্টেজ সুইট’ ট্যাংকার জব্দ করল ইরান।

ইন্টারন্যাশনাল মেরিটাইম অর্গানাইজেশন শিপিং সূত্র অনুসারে, গ্র্যান্ড ফাইন্যান্সিং করপোরেশন ট্যাংকারটির মালিক। এটি গ্রিসভিত্তিক স্মার্ট ট্যাংকার দ্বারা পরিচালিত হয়।

ভর্টেক্সের তথ্য অনুসারে, বিশ্বের অপরিশোধিত তেল এবং তেল পণ্যগুলোর প্রায় এক-পঞ্চমাংশ হরমুজ প্রণালির মধ্য দিয়ে যাতায়াত করে; যা ইরান এবং ওমানের মধ্যে একটি সংকীর্ণ জলভাগ।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম