ভূমিকম্পে বিধ্বস্ত বাড়িগুলো পুনর্নির্মাণের ঘোষণা দিলেন এরদোগান
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১৫ ফেব্রুয়ারি ২০২৩, ০৫:৪৬ পিএম
তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। ফাইল ছবি
তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান বলেছেন, তুরস্কে ভূমিকম্পে ধ্বংস হওয়া ১০টি শহরের ৩০ হাজার বাড়ি খুব দ্রুত পুনর্নির্মাণ শুরু করা হবে। খবর ডেইলি সাবাহর।
দেশটির রাজধানী আঙ্কারায় দুর্যোগ ও জরুরি ব্যবস্থাপনা কর্তৃপক্ষের (এএফএডি) সদর দপ্তরে বুধবার অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকের পর সাংবাদিকদের সঙ্গে তিনি এসব কথা বলেন।
রিসেপ তাইয়েপ এরদোগান বলেন, অনুসন্ধান, উদ্ধার ও ধ্বংসস্তূপ পরিষ্কার করার পরপরই পুনর্গঠন কাজ শুরু হবে।
ধসে পড়া ভবন থেকে সর্বশেষ জীবিত ব্যক্তিকে বের না করা পর্যন্ত অনুসন্ধান ও উদ্ধার অভিযান চলবে বলে তিনি জানিয়েছেন।
ভূমিকম্প সহ্য করতে পারে এমন বাড়ি নির্মাণের জন্য তুরস্কের হাউজিং ডেভেলপমেন্ট অ্যাডমিনিস্ট্রেশনকে (টিওকেআই) স্বাগত জানিয়েছেন তিনি।
এরদোগান বলেন, ‘রাষ্ট্র পরিচালিত সংস্থাটি এক বছরের পরিকল্পনার অংশ হিসেবে বাড়িগুলো নির্মাণ করবে।’
তুরস্কের প্রেসিডেন্ট আরও বলেন, ৬ ফেব্রুয়ারি তুরস্কের দক্ষিণ-পূর্বে দুটি বড় ভূমিকম্প আঘাত হানার পর ৩ হাজার ১০৭টি আফটার শক (পরাঘাত) হয়েছে। মৃতের সংখ্যা ৩৫ হাজার ৪১৮ জন। ভূমিকম্পের পর ধ্বংসস্তূপ থেকে ১ লাখ ৫ হাজার ৫০০ জনের বেশি লোককে উদ্ধার করা হয়েছে। এতে আহত ১৩ হাজার ২০৮ জন এখনো হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। তুরস্কের ২৮ হাজার সৈন্য এবং আড়াই লাখ বেসামরিক কর্মী ভূমিকম্প অঞ্চলে অনুসন্ধান ও উদ্ধার প্রচেষ্টা চালাচ্ছেন।