Logo
Logo
×

সুস্থ থাকুন

ডেঙ্গুর অন্তরালে নীরবে বাড়ছে টাইফয়েড

Icon

অধ্যাপক ডা. মোহাম্মদ আজিজুর রহমান

প্রকাশ: ২৬ অক্টোবর ২০২৪, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

ডেঙ্গুর অন্তরালে নীরবে বাড়ছে টাইফয়েড

ডেঙ্গু

ডেঙ্গুর প্রকোপ মোকাবিলায় দেশের স্বাস্থ্যসেবা যখন হিমশিম খাচ্ছে, তখন ডেঙ্গুকে গুরুত্ব দিতে গিয়ে কোথাও কোথাও টাইফয়েডকে অবহেলা করা হচ্ছে। ডেঙ্গুর লক্ষণের সঙ্গে মিল থাকায় নীরবেই বাড়ছে টাইফয়েড রোগে আক্রান্তের সংখ্যা। জ্বরের শুরুতে চিকিৎসক ডেঙ্গুর পরীক্ষা দিচ্ছেন, পরে ডেঙ্গু শনাক্ত না হলে করানো হচ্ছে টাইফয়েড পরীক্ষা। পরীক্ষায় শনাক্ত হতে পেরিয়ে যাচ্ছে অনেকটা সময় যা রোগীর জন্য বিপজ্জনক হয়ে পড়ছে।

* কীভাবে সংক্রমিত হচ্ছে

ডেঙ্গু রোগী এক সপ্তাহের মধ্যে সুস্থ না হলে কোইনফেকশন (একাধিক সংক্রমণ) সন্দেহ করা হয়। ডেঙ্গু রোগীকে প্রচুর পরিমাণে পানি ও তরল পান করার পরামর্শ দেওয়া হয়, তাই অনেকে বাইরে থেকে আখের রসের মতো জুস খাচ্ছেন যা তাদের টাইফয়েড রোগে সংক্রমিত করছে।

* কী কারণে টাইফয়েড হয়

ডেঙ্গু রোগী আখের রসের জুস খাচ্ছেন যা তাদের টাইফয়েড রোগে সংক্রমিত করছে। আগে ধারণা করা হতো, বর্ষাকালে যেহেতু মানুষ পানির সংস্পর্শে বেশি আসে তখন টাইফয়েডে বেশি আক্রান্ত হয়। কিন্তু এখন সারা বছরই এ রোগী পাওয়া যায়। সালমোনেলা টাইফি নামক ব্যাকটেরিয়ার কারণে এ রোগ হয়। সাধারণত দূষিত খাবার বা পানির মাধ্যমে এ রোগ ছড়ায়। সঠিক সময়ে সঠিক নিয়মে হাত না ধোয়া, দূষিত পানি বা খাবার খাওয়ার মাধ্যমে শরীরে এ রোগের জীবাণু প্রবেশ করে।

* কার ঝুঁকি বেশি

যে কোনো বয়সেই টাইফয়েড হতে পারে। তবে শিশু এবং যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম তাদের আক্রান্ত হওয়ার ঝুঁকি বেশি।

* কী ধরনের সমস্যা হয়

টাইফয়েডে পরিপাকতন্ত্র ছিদ্র এবং রক্তক্ষরণ হতে পারে। মস্তিষ্ক ও অগ্ন্যাশয়ে প্রদাহ, মেরুদণ্ডে সংক্রমণ, প্লীহা বড় হয়ে যাওয়া, পিত্তথলিতে সংক্রমণ, স্নায়ুবিক সমস্যার মতো সমস্যাও দেখা দিতে পারে।

* কীভাবে প্রতিরোধ করবেন

পানি ফুটিয়ে পান করতে হবে। বাইরের খোলা কিংবা বাসি খাবার খাওয়া যাবে না।

* সতর্কতা

কোনো জ্বরকেই অবহেলা নয়। জ্বর আসলে কোনো রোগ নয়। এটি অন্য কোনো রোগের লক্ষণ মাত্র। তাই জ্বর হলে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।

লেখক : মেডিসিন ও বক্ষব্যাধি বিশেষজ্ঞ, হেলথকেয়ার ডায়াগনস্টিক সেন্টার লি., শ্যামলী, ঢাকা।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম