
প্রিন্ট: ১৩ মার্চ ২০২৫, ০৮:৪৫ এএম

চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: ১১ মার্চ ২০২৫, ০৯:০১ পিএম

আরও পড়ুন
যুগান্তর সম্পাদক কবি আবদুল হাই শিকদার বলেছেন, ‘শতবর্ষের অবহেলায় এ জনপদ থেকে অনেক স্বর্ণালি ইতিহাস মুছে গেছে। তাই ইতিহাস সংরক্ষণের ক্ষেত্রে আমাদেরকে আরও সচেতন হতে হবে। কোনো অবস্থাতেই যেন ইতিহাস-ঐতিহ্য বিকৃত না হয়। তা সে প্রাচীন স্থাপত্য হোক বা পুরাতাত্ত্বিক নিদর্শন।’
মঙ্গলবার বিকালে নগরীর এসএস খালেদ রোডে যুগান্তরের চট্টগ্রাম ব্যুরো অফিস পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।
চট্টগ্রামের দুঃখ, দুর্দশা ও সমস্যা-সম্ভাবনার চিত্র পত্রিকায় ফুটিয়ে তোলার নির্দেশনা দিয়ে যুগান্তর সম্পাদক বলেন, রাজনীতি কিংবা বাণিজ্যই বড় কথা নয়; যার যার অবস্থান থেকে আমাদের সবাইকে দেশ ও মানুষের কল্যাণে কাজ করতে হবে। সেই দৃষ্টিভঙ্গি মাথায় রেখেই এগিয়ে যেতে হবে।
কবি আবদুল হাই শিকদার বলেন, ‘ইতিহাস-ঐতিহ্য সংরক্ষণে বাঙালির উদাসীনতা সর্বজনবিদিত। যেমন- চট্টগ্রামে জাতীয় কবি নজরুল ইসলাম তিনবার এসেছিলেন। অনেক জায়গায় কবির পদচারণা ছিল। অথচ সেইসব স্মৃতি সংরক্ষণে কোনো কার্যকর পদক্ষেপ নেই। বরং ডিসি হিলের নজরুল স্কয়ার সংরক্ষণের অভাবে বিবর্ণ হয়ে গেছে। ফলে যথাযথ চর্চা এবং সুযোগের অভাবে এই অঞ্চলের নতুন প্রজন্ম নজরুল ও তার সৃষ্টিকর্ম নিয়ে উল্লেখযোগ্য সৃষ্টিশীল কর্মকাণ্ড থেকে বঞ্চিত হচ্ছে।’
সম্পাদক হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো চট্টগ্রাম ব্যুরো পরিদর্শনে এলে তাকে ব্যুরো প্রধান শহীদুল্লাহ শাহরিয়ারসহ ব্যুরোর সাংবাদিক-কর্মচারীরা ফুলেল শুভেচ্ছা জানান।
অন্যদের মধ্যে ব্যুরোর স্টাফ ফটোগ্রাফার রাজেশ চক্রবর্তী, সহকারী বিজ্ঞাপন ব্যবস্থাপক আবদুল শুক্কুর, স্টাফ রিপোর্টার আহমেদ মুসা, এমএ কাউসার, অফিস সহকারী আবদুল বাতেন উপস্থিত ছিলেন।