Logo
Logo
×

জাতীয়

আরএফইডির সভাপতি কাজী জেবেল, সম্পাদক রাব্বানী

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০৯ ফেব্রুয়ারি ২০২৫, ০৯:৩৩ পিএম

আরএফইডির সভাপতি কাজী জেবেল, সম্পাদক রাব্বানী

সভাপতি কাজী জেবেল ও সা. সম্পাদক গোলাম রাব্বানী। ছবি: যুগান্তর

নির্বাচন কমিশন বিটে কর্মরত সাংবাদিকদের সংগঠন রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসির (আরএফইডি) কার্যনির্বাহী কমিটির নির্বাচনে দৈনিক যুগান্তরের বিশেষ প্রতিনিধি কাজী জেবেল সভাপতি এবং দৈনিক বাংলাদেশ প্রতিদিনের জ্যেষ্ঠ প্রতিবেদক গোলাম রাব্বানী সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

রোববার রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনের মিডিয়া সেন্টারে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে ১৩টি পদে এক বছরের জন্য নতুন নেতৃত্ব নির্বাচন করা হয়।

নির্বাচনে ডেইলি সানের সিনিয়র রিপোর্টার আ ন ম মুহিবুব উজ জামান সহসভাপতি, আলোকিত বাংলাদেশের স্টাফ রিপোর্টার মো.আরিফুল ইসলাম যুগ্মসাধারণ সম্পাদক, এনটিভি অনলাইনের স্টাফ রিপোর্টার মাসুদ রায়হান পলাশ অর্থ সম্পাদক, এনটিভির সিনিয়র রিপোর্টার নিয়ামুল আজিজ সাদেক সাংগঠনিক সম্পাদক, মানবজমিনের স্টাফ রিপোর্টার মো. আল-আমিন দপ্তর সম্পাদক পদে  এবং দৈনিক বায়ান্ন’র সিনিয়র রিপোর্টার এম এম লিংকন প্রচার ও প্রকাশনা সম্পাদক নির্বাচিত হয়েছেন।

এছাড়া কার্যনির্বাহী সদস্য পদে-ফারজানা আক্তার (৭১ টিভি), নাজনীন আক্তার লাকী (সারাবাংলা), মুহাম্মদ সাইফুল্লাহ (ইউএনবি), হেদায়েত উল্যাহ সীমান্ত (এসএ টিভি) ও জাহিদুল ইসলাম (আমার দেশ) নির্বাচিত হয়েছেন।

এ নির্বাচন পরিচালনা কমিটির প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন দৈনিক খবর সংযোগের সম্পাদক শেখ নজরুল ইসলাম। নির্বাচন কমিশনার ছিলেন কালের কণ্ঠের সিটি এডিটর কাজী হাফিজ এবং ইত্তেফাকের রাজনীতি ও নির্বাচন বিষয়ক সম্পাদক সাইদুর রহমান।

এর আগে নির্বাচন কমিশন ভবনের লেক চত্বরে সংগঠনের সভাপতি একরামুল হক সায়েমের সভাপতিত্ব এবং সাধারণ সম্পাদক হুমায়ুন কবীরের সঞ্চালনায় বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। এদিন  আরএফইডির প্রয়াত সভাপতি সাংবাদিক হোসাইন জাকির নামে বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড দেওয়া হয়। এতে ইত্তেফাকের সাইদুর রহমান, ইন্ডিপেডেন্ট টিভির মাহমুদুর হাসান পারভেজ এবং  বিডি২৪লাইভ ডট কমের মো. মেহেদী হাসান হাসিব। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বিজয়ীদের হাতে অ্যাওয়ার্ড তুলে দেন।  

এ সময় নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ, নির্বাচন কমিশনার তাহমিদা আহমদ, নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার, নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মো. সানাউল্লাহ, ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ ও ইসির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম