সাংবাদিকদের ওপর হামলায় জড়িতদের শাস্তি দাবি এলআরএফ’র
![Icon](https://cdn.jugantor.com/uploads/settings/icon_2.jpg)
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ০৫:১৩ পিএম
![সাংবাদিকদের ওপর হামলায় জড়িতদের শাস্তি দাবি এলআরএফ’র](https://cdn.jugantor.com/assets/news_photos/2025/02/05/Untitled-2-67a347d8000ae.jpg)
সুপ্রিমকোর্টে পেশাগত দায়িত্ব পালনের সময় সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে আইন, বিচার ও মানবাধিকার বিষয়ক সাংবাদিকদের সংগঠন ল’ রিপোর্টার্স ফোরাম (এলআরএফ)।
সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি হাসান জাবেদ ও সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মিশন বিবৃতিতে বলেন, পেশাগত দায়িত্ব পালনের সময় সাংবাদিকদের ওপর হামলা কোনোভাবে কাম্য নয়। জড়িতদের দ্রুত আইনের আওতায় নিয়ে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয় বিবৃতিতে।
বুধবার পাবনার ইশ্বরদীতে শেখ হাসিনার গাড়ি বহরে হামলা মামলার রায় ঘোষণা হয় হাইকোর্টে। ওই রায়ের পর আইনজীবীদের বক্তব্য নেওয়ার জন্য সুপ্রিমকোর্টের অ্যানেক্স ভবনের সামনে অপেক্ষা করছিলেন গণমাধ্যমকর্মীরা। এ সময় ক্যামেরার সামনে দাঁড়ানো নিয়ে প্রথমে সাংবাদিকদের সঙ্গে ধাক্কাধাক্কি, এরপর কথা কাটাকাটি, একপর্যায়ে হামলার ঘটনা ঘটে।এতে এটিএন নিউজের সিনিয়র রিপোর্টার জাবেদ আখতার, সিনিয়র সাংবাদিক আজিজুল ইসলাম পান্নু, সিনিয়র সাংবাদিক হাসান জাবেদসহ বেশ কয়েকজন আহত হন। ভাঙচুর করা হয় টেলিভিশনের মাইক্রোফোনও।
ঘটনার পর ল’ রিপোর্টার্স ফোরামের প্রশিক্ষণ ও কল্যাণ সম্পাদক জাবেদ আখতারকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়।