Logo
Logo
×

গণমাধ্যম

ওয়ালটন-ক্র্যাব ফুটবল টুর্নামেন্ট-২০২৪

এভারগ্রীনের টানা তৃতীয় শিরোপা জয়

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২৯ সেপ্টেম্বর ২০২৪, ০৯:১৫ পিএম

এভারগ্রীনের টানা তৃতীয় শিরোপা জয়

ওয়ালটন-ক্র্যাব ক্রীড়া উৎসব-২০২৪ এর ফুটবল ডিসিপ্লিনে টানা তৃতীয় শিরোপা অর্জন করেছে এভারগ্রীন। রোববার দুপুরে রাজধানীর পল্টন ময়দান মাঠে ফুটবল টুর্নামেন্টের ফাইনালে ডমিনেটর্সকে ২-১ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় এভারগ্রীন। 

বিজয়ী দলের হয়ে প্রথম গোলটি করেন মনিরুজ্জামান উজ্জ্বল, দ্বিতীয় গোলটি করেন সরোয়ার আলম। ফাইনাল ম্যাচে ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন মনিরুজ্জামান উজ্জ্বল। টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ের পুরষ্কার পান রানার্সআপ ডমিনেটর্সের সাইফুল জুয়েল। 

ফাইনাল শেষে বিজয়ী ও বিজিত দলের খেলোয়াড়দের হাতে চ্যাম্পিয়ন এবং রানার্সআপ ট্রফি তুলে দেন ক্র্যাবের সভাপতি কামরুজ্জামান খান। এসময় উপস্থিত ছিলেন ক্র্যাবের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক রকিবুল ইসলাম মানিক, সাবেক সভাপতি খায়রুজ্জামান কামাল, আবুল খায়ের, আবু সালেহ আকন, সাবেক সাধারণ সম্পাদক সারোয়ার আলম, মাহবুব আলম লাবলু, আসাদুজ্জামান বিকু, আলাউদ্দিন আরিফ, ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাবেক ক্রীড়া সম্পাদক মাকসুদা লিসাসহ ক্রাবের বর্তমান কার্যনির্বাহী কমিটির অন্যান্য সদস্যরা। 

এর আগে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্রীড়া উৎসবের দিনব্যাপী ফুটবল খেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন ডিএমপি কমিশনার মাইনুল হাসান ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৃষ্ঠোপোষক প্রতিষ্ঠান ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের সিনিয়র নির্বাহী পরিচালক এফ এম ইকবাল বিন আনোয়ার ডন। প্রতিযোগিতায় ক্র্যাবের ১০টি দল অংশগ্রহণ করে। ফুটবল ডিসিপ্লিনের খেলা দিয়ে শেষ হয়েছে এবারের ওয়ালটন-ক্র্যাব ক্রীড়া উৎসব-২০২৪ এর। 

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম