Logo
Logo
×

আন্তর্জাতিক

এশিয়া এডুকেশন অ্যাওয়ার্ড পেলেন মালয়েশিয়া প্রবাসী ড. নাজমুল

Icon

মালয়েশিয়া প্রতিনিধি

প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৪, ১০:৪৭ পিএম

এশিয়া এডুকেশন অ্যাওয়ার্ড পেলেন মালয়েশিয়া প্রবাসী ড. নাজমুল

শিক্ষায় অসামান্য অবদান রাখায় এশিয়া এডুকেশন অ্যাওয়ার্ড পেয়েছেন মালয়েশিয়া প্রবাসী ড. মোহাম্মদ নাজমুল হাসান মাজিজ। থাইল্যান্ডের ব্যাংককে এই মর্যাদাপূর্ণ অ্যাওয়ার্ডে সম্মানিত হয়েছেন তিনি। 

৯ নভেম্বর ব্যাংককের আমারি হোটেলে পুরস্কার বিতরণী অনুষ্ঠান ড. নাজমুলকে পুরস্কৃত করা হয়। ড. নাজমুল শিক্ষাবিদ ও চিকিৎসা বিজ্ঞানী। বর্তমানে তিনি পরিবারসহ মালয়েশিয়ায় বসবাস করছেন। 

তিনি কুয়ালালামপুরের পেরদানা বিশ্ববিদ্যালয়ের গ্র্যাজুয়েট স্কুল অব মেডিসিনের ডেপুটি ডিন এবং সহযোগী অধ্যাপক হিসাবে মেডিকেল মাইক্রোবায়োলজি অ্যান্ড রিসার্চ ফেলো হিসাবে কাজ করছেন। ১৯৭৬ সালে তিনি কুমিল্লায় জন্মগ্রহণ করেন। তার বাবার নাম মাজিজুল ইসলাম। 

তিনি ১৯৯১ সালে কুমিল্লা0 হাইস্কুল থেকে এসএসসি এবং ১৯৯৩ সালে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ থেকে এইচএসসি পাশ করেন। এরপর বেঙ্গালুর বিশ্ববিদ্যালয় থেকে মাইক্রোবায়োলজিতে অনার্স, ভারতের মণিপালের কস্তুরবা মেডিকেল কলেজ থেকে মেডিকেল মাইক্রোবায়োলজিতে এমএসসি পাশ করেন। পরে উচ্চ শিক্ষার জন্য মালয়েশিয়া যান।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম