Logo
Logo
×

মালয়েশিয়া

ইসরাইলকে জাতিসংঘ সদস্যপদ থেকে বাদ দিতে তৎপর মালয়েশিয়া

Icon

আহমাদুল কবির, মালয়েশিয়া

প্রকাশ: ০৪ নভেম্বর ২০২৪, ১০:৪৬ পিএম

ইসরাইলকে জাতিসংঘ সদস্যপদ থেকে বাদ দিতে তৎপর মালয়েশিয়া

মালয়েশিয়ার একটি কোর গ্রুপ ইসরাইল-ফিলিস্তিন সংঘাত সম্পর্কিত জাতিসংঘের খসড়া প্রস্তাব নিয়ে কাজ করছে, যার মধ্যে ইসরাইলকে জাতিসংঘ সদস্যপদ থেকে বাদ দিতে তৎপর রয়েছে বলে জানিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী দাতুক সেরি আনোয়ার ইব্রাহিম।

দেশটির সরকারি সংবাদ সংস্থা বারনামাসহ প্রধান প্রধান সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে, প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম বলেছেন, খসড়া প্রস্তাবটিতে আন্তর্জাতিক আদালতের (আইসিজে) মতামত চাওয়ার বিষয়ও রয়েছে, যা অধিকৃত ফিলিস্তিনি অঞ্চলে আন্তর্জাতিক ও জাতিসংঘ সংস্থাগুলোর উপস্থিতি ও কার্যক্রম নিয়ে আলোচনা করবে।

সোমবার (৪ নভেম্বর) দেশটির পার্লামেন্ট ‘দেউয়ান রাকিয়াতে’ দেশটির পররাষ্ট্রমন্ত্রী এই বিষয়টি বৈঠকে উত্থাপন করে বলেছেন, খসড়া প্রস্তাবটি আলোচনার প্রক্রিয়ায় রয়েছে। আমরা আইনি লঙ্ঘনের ক্ষেত্রে ইসরাইলকে জাতিসংঘের সদস্যপদ থেকে অপসারণ করা সম্ভব কিনা- তা খতিয়ে দেখব।

ইসরাইলি সরকারের ইউনাইটেড নেশনস রিলিফ অ্যান্ড ওয়ার্কস এজেন্সি ফর প্যালেস্টাইন রিফিউজিস ইন দ্য নিয়ার ইস্ট (ইউএনআরডব্লিউএ)-এর মানবিক সাহায্য কার্যক্রমে নিষেধাজ্ঞার পরিপ্রেক্ষিতে আনোয়ার বলেন, মালয়েশিয়া উক্ত সংস্থার প্রতি পূর্ণ সমর্থন প্রস্তাব করবে যেন এটি ফিলিস্তিনিদের জন্য সহায়তা অব্যাহত রাখতে পারে।

উল্লেখ্য, ইউএনআরডব্লিউএ গাজা, অধিকৃত পশ্চিম তীর, পূর্ব জেরুজালেম এবং আশপাশের দেশগুলোতে ফিলিস্তিনি শরণার্থীদের মানবিক সহায়তা দিয়ে আসছে। তবে গত ২৮ অক্টোবর ইসরাইলের পার্লামেন্ট নেসেট সংঘাতপীড়িত এলাকায় এ সংস্থাটির কার্যক্রম নিষিদ্ধের বিল পাশ করেছে।

প্রধানমন্ত্রী আনোয়ার জানিয়েছেন, সৌদি আরবের রিয়াদে আগামী ১১ নভেম্বর অনুষ্ঠিতব্য আরব-ইসলামিক শীর্ষ সম্মেলনে এই প্রস্তাব উপস্থাপন করা হবে, যেখানে তিনি অংশ নিতে যাচ্ছেন।

শীর্ষ সম্মেলনে, আনোয়ার ইব্রাহিম ইসরাইলের হাতে ফিলিস্তিনিদের ওপর সংঘটিত সহিংসতা বন্ধ করার জন্য মালয়েশিয়ার সংসদ ও জনগণের ম্যান্ডেট উপস্থাপন করবেন এবং অধিকৃত ফিলিস্তিনি অঞ্চলগুলিতে উপাসনালয়ের ধ্বংস, লেবানন ও ইরানে আক্রমণ এবং ইসমাইল হানিয়া ও ইয়াহিয়া সিনওয়ারসহ নেতাদের হত্যার বিষয়ে আলোচনা করবেন।

তিনি জানান, খসড়া প্রস্তাবের আলোচনা চলমান এবং এটি শিগগিরই জাতিসংঘ সাধারণ পরিষদে উত্থাপন করা হবে। এছাড়া আক্ষেপের সুরে আনোয়ার বলেন, ফিলিস্তিনে সহিংসতা বন্ধ করতে ইসরাইলের ওপর চাপ প্রয়োগের জন্য মালয়েশিয়া বেশ কঠোর পদক্ষেপ নিয়েছে, যা অধিকাংশ দেশ নিতে ইচ্ছুক নয়।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম