Logo
Logo
×

মালয়েশিয়া

মালয়েশিয়ায় রেডিয়েশন আন্তর্জাতিক সম্মেলন শুরু

Icon

আহমাদুল কবির, মালয়েশয়া

প্রকাশ: ২৯ অক্টোবর ২০২৪, ১২:৫৯ পিএম

মালয়েশিয়ায় রেডিয়েশন আন্তর্জাতিক সম্মেলন শুরু

মালয়েশিয়ার সানওয়ে বিশ্ববিদ্যালয়ে শুরু হয়েছে তিন দিনব্যাপী  ‘১১তম হাই লেভেল এনভারমেন্টাল রেডিয়েশন এরিয়াস’ এর আন্তর্জাতিক সম্মেলন। সোমবার এ সম্মেলন শুরু হয়। সম্মেলন চলবে ৩০ অক্টোবর পর্যন্ত। এতে অংশ নিয়েছেন ২০টি দেশের নামকরা রেডিয়েশন সাইন্টিস্টরা।

তিন দিনের এ সম্মেলন উদ্বোধন করেন মালয়েশিয়ার নিউক্লিয়ার এজেন্সি এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের ডিরেক্টর জেনারেল নূরআইসা বিন্তি পুনকুত। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সানওয়ে  বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট, প্রো ভাইস চ্যান্সেলর, প্রভোস্ট, স্কুল অফ ইঞ্জিনিয়ারিং এবং টেকনোলজির ডিন। এ ছাড়া উপস্থিত ছিলেন বিভিন্ন বিভাগের প্রধানরা।

উদ্বোধনী অনুষ্ঠানটি শুরু হয় সম্মেলনের সভাপতি সানওয়ে বিশ্ববিদ্যালয়ের ফলিত পদার্থ বিজ্ঞান ও বিকিরণ প্রযুক্তির অধ্যাপক ড. মাইন উদ্দিন খন্দকারের স্বাগত বক্তৃতার মধ্য দিয়ে। সম্মেলনে রেডিসন মনিটরিং, একজিস্টিং এক্সপোজার সিচুয়েশন এবং যতোপযুক্ত  সলিউশনের  গুরুত্ব আরোপ এবং রেডিয়েশন সেফটি, সিকিউরিটি এবং সেইফ গার্ড এর উপর আলোকপাত করেন বক্তারা। এ ছাড়া  রেডিয়েশনকে মানুষের কল্যাণে ব্যবহার করতে হলে যথেষ্ট ট্রেনিং এবং অভিজ্ঞ লোকের প্রয়োজন বলে মনে করেন আলোচকরা।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম