Logo
Logo
×

পরবাস

মালয়েশিয়ায় ২৭ বাংলাদেশি আটক

Icon

আহমাদুল কবির, মালয়েশিয়া

প্রকাশ: ২২ অক্টোবর ২০২৪, ১০:৪৮ পিএম

মালয়েশিয়ায় ২৭ বাংলাদেশি আটক

মালয়েশিয়ার সেরেম্বানে ২৭ বাংলাদেশিসহ ১৫১ জন অবৈধ অভিবাসীকে আটক করেছে নেগেরি সেম্বিলানের অভিবাসন বিভাগ। 

নেগেরি সেম্বিলানের অপারেশন ইস্ট ২.০ নামে  রাজ্যের চারটি জেলায় একযুগে পরিচালিত অভিযানে অভিবাসন আইনের পাশাপাশি ইমিগ্রেশন রেগুলেশনের অধীনে বিভিন্ন অপরাধের জন্য অভিবাসীদের আটক করা হয়। আটককৃত অভিবাসীদের মধ্যে ৫৩ জন পুরুষ, ১৭ জন মহিলা এবং দুইজন ইন্দোনেশিয়ান ছেলে। এর মধ্যে ২৭ বাংলাদেশি, ১৫ জন পুরুষ, দুই নারী এবং একজন মিয়ানমারের ছেলে। 

এছাড়াও আটক একজন ইয়মেনি, একজন আফগান নাগরিক; ১৯ পাকিস্তানি পুরুষ; দুই ভারতীয় পুরুষ; নয়জন থাই পুরুষ এবং দুইজন নারী। আটক অভিবাসীদের বয়স ১ থেকে ৫২ বছরের মধ্যে।

মঙ্গলবার রাজ্যের জিআইএমএনএসের পরিচালক কেনিথ তান আই কিয়াং এক বিবৃতিতে বলেছেন, ১৭ অক্টোবর থেকে শুরু হওয়া ২০ অক্টোবর পর্যন্ত, চার দিনে কুয়ালা পিলাহ, জেলেবু, জেমপোল জেমেনচেহ, ট্যাম্পিন এবং গেমাসের আশপাশের ৫৬টি পৃথক স্থানে বিভিন্ন জাতীয়তার ৪১১ জন ব্যক্তির কাগজপত্র যাচাই-বাছাই করা হয়।  

অভিযানের সময় অবৈধ অভিবাসীরা পালানোর বিভিন্ন চেষ্টা করেও ব্যর্থ হয়। এ সময় কিছু মুক্তির আবেদনও করেছিলেন। তাদের আরও তদন্তের জন্য লেংগেং ইমিগ্রেশন ডিপোতে রাখা হয়েছে বলে জানিয়েছেন কেনিথ তান আই কিয়াং।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম