Logo
Logo
×

সাহিত্য

একুশে বইমেলায় কথাসাহিত্যিক মিরাজের বেস্টসেলার দুই বই

Icon

সংবাদ বিজ্ঞপ্তি

প্রকাশ: ২৬ ফেব্রুয়ারি ২০২৫, ০৯:৩৫ পিএম

একুশে বইমেলায় কথাসাহিত্যিক মিরাজের বেস্টসেলার দুই বই

এবারের একুশে গ্রন্থমেলায় অনেক লেখক ও প্রকাশক বই বিক্রির পরিমাণ নিয়ে হতাশা প্রকাশ করেছেন। দর্শনার্থীর ভিড় থাকলেও বই কেনার হার তুলনামূলক কম। তবে এর মধ্যেও কিছু বই পাঠকদের মধ্যে দারুণ সাড়া ফেলেছে। বিশিষ্ট লেখক এম মিরাজ হোসেনের রোমান্টিক উপন্যাস `চিঠির আঁধারে' এবং ভ্রমণকাহিনীমূলক বই `আজব বাংলাদেশ' সে তালিকায় অন্যতম।

নওরোজ কিতাবিস্তান থেকে প্রকাশিত এ দুটি বই নিয়ে শুরুতে সংশয় থাকলেও, মেলার দ্বিতীয় সপ্তাহ থেকেই দৃশ্যপট বদলে যায়। প্রকাশক মনজুর খান চৌধুরী জানান, প্রথম সপ্তাহের চিত্র দেখে দ্বিতীয় সংস্করণ পর্যন্ত বই যাবে কিনা, তা নিয়ে সন্দেহ ছিল। কিন্তু দ্বিতীয় সপ্তাহেই `চিঠির আঁধারে' তরুণ-তরুণীদের মধ্যে এবং `আজব বাংলাদেশ' ভ্রমণপিপাসুদের মধ্যে জনপ্রিয়তা পায়। ফলে ব্যাপক পাঠকচাহিদার কারণে বই দুটির পঞ্চম সংস্করণ প্রকাশিত হয়েছে।

লেখক এম মিরাজ হোসেন জানান, `চিঠির আঁধারে' বাস্তব ঘটনা থেকে অনুপ্রাণিত। উপন্যাসটিতে পারিবারিক সম্পর্ক, টানাপোড়েন, মানসিক দ্বিধা-দ্বন্দ্ব তুলে ধরার চেষ্টা করা হয়েছে। অন্যদিকে, `আজব বাংলাদেশ' রচনার জন্য তিনি বাংলাদেশের প্রায় ১৫-২০টি জেলা সরেজমিনে পর্যবেক্ষণ করেছেন, ইতিহাস ঘেঁটেছেন এবং স্থানীয়দের কাছ থেকে তথ্য সংগ্রহ করেছেন।

তিনি বলেন, লেখকরা সবসময় তাদের বই নিয়ে আশাবাদী থাকেন, আমিও ব্যতিক্রম নই। তবে এতটা সাড়া পাবো, তা কল্পনাও করিনি। পাঠকদের ভালোবাসা আমাকে আরও ভালো কিছু লেখার অনুপ্রেরণা দেবে।

ব্যক্তিগত জীবনে এম মিরাজ হোসেন একজন সফল শিল্পদ্যোক্তা হলেও সাহিত্য অঙ্গনেও তিনি শক্ত অবস্থান তৈরি করেছেন। তার সাহিত্যকর্মের স্বীকৃতিস্বরূপ তিনি জাতীয় ও আন্তর্জাতিক বেশ কিছু সম্মাননা পেয়েছেন। গতবারের বইমেলায় তার ভ্রমণ উপন্যাস `মিশন এভারেস্ট বেসক্যাম্প' এবং মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস `একজন তারা মিয়া' অনলাইন বুক স্টোর `বইফেরী' কতৃক সেরা সৃজনশীল উপন্যাস হিসেবে পুরস্কৃত হয়েছিল।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম