Logo
Logo
×

সাহিত্য

বইমেলায় জামান মনিরের শিশুতোষ গল্পগ্রন্থ ‘টুকলুর স্মার্ট ঘড়ি’

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ১৭ ফেব্রুয়ারি ২০২৫, ১১:৪৫ এএম

বইমেলায় জামান মনিরের শিশুতোষ গল্পগ্রন্থ ‘টুকলুর স্মার্ট ঘড়ি’

অমর একুশে বইমেলায় প্রকাশ পেয়েছে লেখক জামান মনিরের শিশুতোষ গল্পগ্রন্থ 'টুকলুর স্মাট ঘড়ি'।এটি লেখকের প্রথম শিশুতোষ গ্রন্থ এবং পঞ্চম গ্রন্থ। বইটির প্রচ্ছদ করেছেন  শ্রীজন এবং  প্রকাশ করেছে বেহুলাবাংলা প্রকাশন । ৪টি গল্পের সমন্বয়ে সাজানো হয়েছে বইটিকে। গল্পগুলো হচ্ছে- ১.টুকলুর স্মার্ট ২. খেলার মজা ৩  বুলিং অথবা চামচিকা এবং ৪. টাগ:বাচ্চারাও বাঘ পুষতে পারে।

ক্লাশের দুষ্টু বন্ধু রাজুর কথায় টুকলুর স্মাট ঘড়িটি আানস্মার্ট  তকমা নিয়ে এগুতে থাকে।  স্মার্ট ঘড়ির আনস্মার্ট নিয়ে মনোক্ষুণ্ন হয় টুকলু। হতাশ হয়ে টিকলু বাবাকে বলে, আমার স্মার্ট ঘড়ির দরকার নাই, ডিজিটাল ঘড়ি কিনে দাও। বাবা তাকে বিষটি বুঝিয়ে বলে। ক্লাশে ঘড়ি বিষয়ক মিজের আলোচনায়  গল্পটি শিক্ষণীয় হয়ে ওঠে।

'বুলিং অথবা চামচিকা' গল্পে কাকের বাচ্চা কাকার প্রতি ক্লাশের অন্য বন্ধুরা তুচ্ছ-তাচ্ছিল্য/বুলিং করে। কাকার খুব মন খারাপ হয়। সে স্কুলে যাওয়া বন্ধ করে দেয়। একটা ঘটনার কারণে কাকা আবার স্কুলে যাওয়া শুরু করে। তার বুদ্ধিদীপ্ততার কারণে বন্ধুরা তাদের ভুল বুঝতে পারে। সে বন্ধুদের ক্ষমা করে দেয়। 

"টাগ:বাচ্চারাও বাঘ পুষতে পারে" গল্পে ক্ষমতার অপব্যবহারের পরম পরিণতির বিষয়টা ফুটে উঠেছে। গল্পে মহারাজা টাগ এর  ভাই হালুম যেন এক বিপরীত চরিত্র। খরগোশের বাচ্চা খশুর সাথে তার বন্ধত্ব। তারা দুজন মিলে গাজর খায়। এ গল্পে রাজা ও প্রজা শ্রেণির যে দাম্ভিক দেওয়াল তা মহারাজ  টাগের স্বৈরাচারী আচরণের মাধ্যমে প্রকাশ পেয়েছে। অবশেষে ভয়াবহ অভিশাপে পতন হয় মহারাজ টাগের।

লেখক জামান মনিরের টুকলুর স্মার্ট ঘড়ি গল্পগ্রন্থের প্রতি গল্পই শিক্ষণীয়। গল্পে চরিত্রের বৈচিত্র্য রয়েছে।বইটি এক নিমিষে পড়ে ফেলার মোহমুগ্ধতা রয়েছে।অলৌকিকতা ও বাস্তবতার মিশ্রণে এক রকমের মোহমুগ্ধতা তৈরি হয়েছে গল্পগুলোকে।

বইটি পাওয়া যাচ্ছে অমর একুশে বইমেলার ২৩৪-২৩৫ নম্বর স্টলে,বেহুলাবাংলা প্রকাশনে।

লেখকের অন্যান্য বই: ১.সোনালি বিকাল,২. কাঠকয়লা জীবন,৩.ব্যর্থ উপন্যাস,৪. নাটক খোরের গল্প।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম