Logo
Logo
×

বইমেলা

অমর একুশে বইমেলা

লোকসমাগম বেশি তবে বিক্রি কম

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১৬ ফেব্রুয়ারি ২০২৫, ১০:৩৪ পিএম

লোকসমাগম বেশি তবে বিক্রি কম

সপ্তাহের প্রথম দিন রোববার বইমেলায় শুক্রবার বা শনিবারের মতো জনস্রোত না থাকলেও পাঠক-দর্শনার্থীর কমতি ছিল না। বই হাতে নিয়ে ছবি তোলা বা সুন্দর স্টল দেখে সেলফি তুলতে বেশি দেখা গেছে। এদিন লোকসমাগম বেশি হলেও বই বিক্রি তুলনামূলক কম হয়েছে। গত ১৬ দিনে মেলায় নতুন বই এসেছে ১ হাজার ৫৩১টি বই। এর মধ্যে রোববার নতুন এসেছে ১০৪টি।

কাকরাইল থেকে তিন বোন রুমানা, সিক্তা আর সুবর্ণা এসেছেন বইমেলায়। যুগান্তরকে তারা বলেন, শুক্র ও শনিবার ভিড় বেশি থাকে তাই দেখেশুনে বই কিনতে পারি না। বেশ সময় নিয়ে বইমেলায় এসেছি। 

অন্বেষা প্রকাশনীর এক বিক্রেতা জানান, মেলায় জনসমাগমের তুলনায় বইয়ের বিক্রি তুলনামূলক কম। শব্দশৈলী প্রকাশনার বিক্রেতা বলেন, গত ৩ দিনের তুলনায় আজকে বিক্রি কম। কথা প্রকাশের বিক্রয় কর্মী বলেন, দর্শনার্থী বেশি ক্রেতা কম। অন্য প্রকাশের বিক্রয় কর্মী বলেন, মেলায় বৃহস্পতিবার থেকে শনিবার পর্যন্ত বিক্রি বেশ ভালো ছিল। আজকে একটু কম। 

পহেলা ফাগুন বিকালে বইমেলায় এসেছে সাবরিনা নিপুর নতুন বই ‘সুতো’। বইটির মোড়ক উন্মোচন করেন লেখক ও চিন্তাবিদ সলিমুল্লাহ খান। বইটি পাওয়া যাচ্ছে আগামী প্রকাশনীতে (প্যাভিলিয়ন-৯, সোহরাওয়ার্দী উদ্যান)।

লেখক বলছি অনুষ্ঠানে নিজেদের নতুন বই নিয়ে আলোচনা করেন কবি ও গবেষক সুমন সাজ্জাদ এবং শিশুসাহিত্যিক শরিফুল ইসলাম ভূঁইয়া।

সাংস্কৃতিক অনুষ্ঠানে আবৃত্তি পরিবেশন করেন আবৃত্তিশিল্পী আজহারুল ইসলাম রনি এবং ডা. মোহাম্মদ হেলাল উদ্দিন। মো. আবুজার গিফারীর পরিচালনায় সাংস্কৃতিক সংগঠন ‘শিল্পতরী, ঢাকা বিশ্ববিদ্যালয়’ এবং মোবাস শিরীন মোস্তফার পরিচালনায় ‘বেণুকা ললিতকলা কেন্দ্রের পরিবেশিত হয়। সংগীত পরিবেশন করেন শিল্পী দেবিকা রানী পাল, জাহিন খান নেজাম, আনিলা আমীর লামী, সুমন চন্দ্র দাস, মো. টিপু চৌধুরী, মিতালী সরকার এবং ডালিয়া সুলতানা। যন্ত্রাণুষঙ্গে ছিলেন স্বপন কুমার দাস (তবলা), আনোয়ার সাহদাত রবিন (কিবোর্ড), মো. শহিদুল ইসলাম (বাঁশি) এবং সুমন কুমার সাহা (অক্টোপ্যাড)। 

আলোচনা অনুষ্ঠান : বিকাল ৪টায় বইমেলার মূলমঞ্চে ‘জহির রায়হানের সাহিত্যকর্মে ঐতিহাসিক ঘটনার বিচার’ শীর্ষক আলোচনা সভায় অনুষ্ঠিত হয়। এতে সহুল আহমদ প্রবন্ধ উপস্থাপন করেন। আলোচনায় অংশ নেন মশিউল আলম এবং আহমাদ মোস্তফা কামাল। সভাপতিত্ব করেন মাহবুব হাসান। 

প্রাবন্ধিক বলেন, জহির রায়হান একাত্তরের বৈপ্লবিক মুহূর্তে দাঁড়িয়ে মুক্তিযুদ্ধের পুরো ঘটনাকে পর্যবেক্ষণ করেছেন। সেই উত্তাল সময়ে তিনি বহুমুখী ভূমিকায় অবতীর্ণ হয়েছিলেন। একদিকে তিনি ঘটনার জন্ম দিচ্ছিলেন, অন্যদিকে ঘটনার বিবরণ বা বয়ান তৈরির কাজে লিপ্ত ছিলেন। তৎকালীন পূর্ব পাকিস্তানের বাসিন্দাদের ওপর পাকিস্তানি সেনাবাহিনী যে জেনোসাইড শুরু করেছিল, তার প্রতিবাদেই তিনি নির্মাণ করেছিলেন ‘স্টপ জেনোসাইড’ প্রামাণ্যচিত্র। জহির রায়হান একাত্তরের ঘটনাপ্রবাহকে বৈশ্বিক প্রেক্ষাপটে স্থাপন করেছিলেন। তিনি বিবেচনা করেছিলেন, তামাম দুনিয়াতে যে ধরনের আন্দোলন চলছে একাত্তর তারই অংশ।

 

আলোচকদ্বয় বলেন, জহির রায়হান ছিলেন একাধারে চলচ্চিত্র পরিচালক, প্রযোজক, চিত্রনাট্য নির্মাতা, ঔপন্যাসিক, গল্পকার এবং প্রবন্ধকার। বাংলা সাহিত্য ও চলচ্চিত্র জগতে তিনি তার অমিত প্রতিভার স্বাক্ষর রেখে গেছেন। তার সৃষ্টিকর্মে রাজনৈতিক আন্দোলন ও শোষণের কথা যেমন এসেছে, তেমনি এসেছে বাংলার মধ্যবিত্ত জীবন ও দৈনন্দিন বাস্তবতার কথা। তিনি শোষণ-বঞ্চনাহীন একটি স্বদেশ প্রতিষ্ঠার স্বপ্ন দেখেছেন এবং সে লক্ষ্যেই আজীবন কাজ করে গেছেন। সভাপতির বক্তব্যে মাহবুব হাসান বলেন, জহির রায়হানের সব কাজের মধ্য দিয়ে জনগণের আকাক্সক্ষাই প্রতিফলিত হয়েছে। তার সৃজনকর্ম গভীরভাবে বিশ্লেষণের মাধ্যমে আমরা নানাভাবে লাভবান হতে পারি।

আজকের অনুষ্ঠান : সোমবার অমর একুশে বইমেলার ১৭তম দিন। মেলা শুরু হবে বেলা ৩টায় এবং চলবে রাত ৯টা পর্যন্ত। বিকাল ৪টায় বইমেলার মূলমঞ্চে অনুষ্ঠিত হবে ‘জীবন ও কর্ম : আল মাহমুদ’ শীর্ষক আলোচনা অনুষ্ঠান। প্রবন্ধ উপস্থাপন করবেন মজিদ মাহমুদ। আলোচনায় অংশগ্রহণ করবেন মুসা আল হাফিজ এবং কাজী নাসির মামুন। সভাপতিত্ব করবেন মাহবুব সাদিক।

বইমেলায় স্যানিটারি ন্যাপকিন বিক্রি করায় দুটি স্টল বন্ধ : অমর একুশে বইমেলায় নারী স্বাস্থ্য সুরক্ষার স্যানিটারি ন্যাপকিন বিক্রির কারণে দুটি স্টল বন্ধ করে দিয়েছে বাংলা একাডেমি। রোববার বিকালে স্টল দুটি বন্ধ করে দেওয়া হয়। মেলা কর্তৃপক্ষ বলছে, বইমেলায় অনুমোদনহীন পণ্য বিক্রির জন্য স্টল দুটি বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলে জানা যায়, নারী ও শিশু স্বাস্থ্য সুরক্ষা পণ্যের ব্র্যান্ড ‘স্টে সেইফ’ বইমেলার সোহরাওয়ার্দী উদ্যান অংশে দুটি স্টল পরিচালনা করে আসছিল। মেলার শুরু থেকেই তারা স্টল চালিয়ে আসছে। বইমেলার নীতি অনুযায়ী মেলায় বই ও খাবার ছাড়া অন্য কিছু বিক্রির সুযোগ না থাকায় স্টল বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম