Logo
Logo
×

সারাদেশ

৫ দিনব্যাপী ‘শহিদ আবু সাঈদ’ বইমেলা শুরু মঙ্গলবার

Icon

রংপুর ব্যুরো

প্রকাশ: ১৬ ফেব্রুয়ারি ২০২৫, ১০:০৭ পিএম

৫ দিনব্যাপী ‘শহিদ আবু সাঈদ’ বইমেলা শুরু মঙ্গলবার

শহিদ আবু সাঈদ। ফাইল ছবি

রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) ক্যাম্পাসে ১৮-২২ ফেব্রুয়ারি পাঁচ দিনব্যাপী বইমেলা অনুষ্ঠিত হবে। গত বছরে ১৬ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নিয়ে শহিদ হওয়া আবু সাঈদের স্মরণে উৎসর্গ করা হয়েছে এই বইমেলা।

বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদ্যোগে প্রথমবারের মতো এ বইমেলা স্বাধীনতা স্মারক মাঠে আয়োজন করা হচ্ছে।

রোববার বিকালে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান উপাচার্য প্রফেসর ড. মো. শওকাত আলী।

উপাচার্য জানান, শহিদ আবু সাঈদ বইমেলার উদ্বোধন করবেন শহিদ আবু সাঈদের বাবা মকবুল হোসেন ও শহিদ ফেলানী খাতুনের বাবা নূর ইসলাম। শহিদ আবু সাঈদ বেরোবির ইংরেজি বিভাগের শেষ বর্ষের শিক্ষার্থী ছিলেন।

ড. শওকাত জানান, এই বইমেলার উদ্বোধন অনুষ্ঠানে দৈনিক যুগান্তর সম্পাদক কবি আবদুল হাই শিকদার ও দৈনিক আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমানসহ কবি-সাহিত্যিক ও বুদ্ধিজীবীগণ আলোচক হিসেবে অংশ নেবেন।

উপাচার্য বলেন, শহিদ আবু সাঈদের আত্মত্যাগের মাধ্যমে অর্জিত নতুন বাংলাদেশে এই বইমেলা বাংলাদেশমুখী সাংস্কৃতিক অভিযাত্রার সূচনা করবে। প্রতিবছর এই বইমেলার মাধ্যমে উত্তরাঞ্চলের ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতি গোটা জাতির সামনে তুলে ধরা হবে।

তিনি বলেন, বইপড়ার অভ্যাস ও লেখক-পাঠক সৃষ্টিতে এই বইমেলা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। সময় ও দূরত্বের কারণে যাদের ঢাকার অমর একুশে বইমেলায় যাওয়া সম্ভব হয় না, তাদের জন্য বই কেনা ও পড়ার বড় সুযোগ তৈরি করবে শহিদ আবু সাঈদ বইমেলা। এবারের বইমেলায় ৪০টি স্টল অংশ নেবে।

উপাচার্য আরও জানান, এবছর স্বল্প সময়ে বইমেলার আয়োজন করা হলেও আগামীতে দীর্ঘ সময়ব্যাপী বইমেলার আয়োজন করা হবে। পাঁচদিনের বইমেলায় আলোচনা সভা, লেখক-পাঠক আড্ডা, আবৃত্তি ও সাংস্কৃতিক আনুষ্ঠানের আয়োজনও থাকবে।

এসময় সংবাদ সম্মেলনে শহিদ আবু সাঈদ বইমেলা আয়োজক কমিটির আহ্বায়ক প্রফেসর ড. মো. ইলিয়াস প্রামানিক, সদস্য সচিব প্রফেসর ড. মো. শাহ্জামান, জীব ও ভূ-বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মো. এমদাদুল হক, রেজিস্ট্রার ড. মো. হারুন-অর রশিদসহ বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। 

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম