Logo
Logo
×

সাহিত্য

বইমেলায় নতুন বই ‘সুতো’

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ১৬ ফেব্রুয়ারি ২০২৫, ১০:০১ পিএম

বইমেলায় নতুন বই ‘সুতো’

লুবনা, ঐন্দ্রিলা, নন্দিনী...নিজেদের অজান্তেই একই সুতোয় আটকা পড়ে। জীবনে চলার পথে ভালোলাগা, বিশ্বাস, নৈতিকতা অথবা পারস্পরিক দ্বন্দ্বে কখনো সম্পর্কের সুতো ছিঁড়ে যায়। হারিয়ে যায় বিশ্বাস, নৈতিকতা ও পারস্পরিক দৃষ্টিভঙ্গি। তবুও আমরা খুব সহজে এই সম্পর্কগুলো থেকে বেরিয়ে আসতে চাই না। সম্পর্কগুলোকে আঁচড়ে-কামড়ে রক্তাক্ত করেও সাদা-কালো সুতোয় রিপু করে তা টিকিয়ে রাখতে চাই। কেউ কাউকে ছাড়তে চাই না। আবার সম্পর্ক শেষ হয়ে যাওয়ার পরও আবার নতুন করে শুরু করতে চাই। সম্পর্কের সুতো বিস্তারিত হয় দিন দিন। সুতো সত্য ঘটনা অবলম্বনে লেখা একটি গল্প!

 

‘সুতো’ সাবরিনা নিপুর লেখা বই। পহেলা ফাল্গুন বিকালে বইমেলায় এ বইয়ের মোড়ক উন্মোচন করেন লেখক ও চিন্তাবিদ সলিমুল্লাহ খান।

 

সোহরাওয়ার্দী উদ্যান মুক্তমঞ্চের আগামী প্রকাশনীতে বইটি পাওয়া যাচ্ছে।  এছাড়াও সাবরিনা নিপুর সব অরিজিনাল বই রকমারি ডট কমে পাওয়া যাবে।

 

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম