Logo
Logo
×

সাহিত্য

স্যানিটারি ন্যাপকিন বিক্রি করায় বইমেলায় দুটি স্টল বন্ধ

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১৬ ফেব্রুয়ারি ২০২৫, ০৯:৩০ পিএম

স্যানিটারি ন্যাপকিন বিক্রি করায় বইমেলায় দুটি স্টল বন্ধ

অমর একুশে বইমেলায় নারীস্বাস্থ্য সুরক্ষার স্যানিটারি ন্যাপকিন বিক্রির কারণে দুটি স্টল বন্ধ করে দিয়েছে বাংলা একাডেমি। রোববার বিকালে স্টল দুটি বন্ধ করে দেওয়া হয়।

তবে মেলা পরিচালনা কমিটি বলছে, স্যানিটারি ন্যাপকিন বা ডায়াপার বিষয় নয়। অনুমোদন না থাকায় স্টলটি বন্ধের সিদ্ধান্ত নিয়েছে তারা।

সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলে জানা যায়, নারী ও শিশুস্বাস্থ্য সুরক্ষা পণ্যের ব্র্যান্ড ‘স্টে সেইফ’ বইমেলার সোহরাওয়ার্দী উদ্যান অংশে দুটি স্টল পরিচালনা করে আসছিল। মেলার শুরু থেকেই তারা স্টল চালিয়ে আসছে। আজ স্টল দুটি বন্ধ করে দেওয়া হয়েছে।

স্টল বন্ধ সংক্রান্ত একটি চিঠিও ছড়িয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে, যেখানে লেখা হয়েছে, ‘বেশ কিছু ইসলামিস্ট গ্রুপ’ স্টলটিতে স্যানিটারি ন্যাপকিন বিক্রিতে আপত্তি জানায়।

তবে বইমেলা সংশ্লিষ্টরা বলছেন, এই চিঠি ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান থেকে পৃষ্ঠপোষক প্রতিষ্ঠানকে দেওয়া হয়েছে।

‘মব’ এর শঙ্কা থেকে এবং স্পন্সর কোম্পানির ব্যবসায়িক স্বার্থকে বিবেচনায় রেখে স্টল দুটি অন্য পণ্য (যেমন শিশু শিক্ষা সরঞ্জাম) দিয়ে প্রতিস্থাপনের অনুমতির কথাও বলা হয়।

ওই চিঠিতে বইমেলার আয়োজক বাংলা একাডেমির মহাপরিচালক মোহাম্মদ আজম মন্তব্য করেছেন, ‘এ পরিস্থিতি সম্পর্কে আমি ওয়াকিবহাল। অতি দ্রুত এ ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন।’

জানতে চাইলে বাংলা একাডেমির সচিব ও বইমেলা টাস্কফোর্স কমিটির প্রধান সেলিম রেজা গণমাধ্যমকে বলেন, ‘মেলায় অনুমোদন ছাড়া পণ্য বিক্রির জন্য স্টল দুটি বন্ধের সিদ্ধান্ত নিয়েছে বাংলা একাডেমি।’

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম