বইমেলা ২০২৫
আবর্জনা কমে প্রাণবন্ত মেলা
![Icon](https://cdn.jugantor.com/uploads/settings/icon_2.jpg)
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ১০:২১ পিএম
![আবর্জনা কমে প্রাণবন্ত মেলা](https://cdn.jugantor.com/assets/news_photos/2025/02/04/Book-y-67a23e7037677.jpg)
অবশেষে যেন টনক নড়েছে বাংলা একাডেমির। বইমেলার পরিষ্কার-পরিচ্ছন্নতার বিষয়ে তারা সচষ্টে হয়েছেন। ব্যবস্থাও নিয়েছেন। বইমেলায় আবর্জনা কমেছে। তাতেই স্বসি্ত ফিরেছে অনেকটা। মেলায় এবার পাঠকের পদচারণা শুরু থেকেই। বিকাল থেকে রাতে বন্ধ হওয়ার আগ পর্যন্ত পাঠকের সমাগম চলতেই থাকে। তবে বইয়ের বিক্রি নিয়ে প্রতিক্রিয়া মিশ্র। কেউ বলছেন বিক্রি ভালো, আবার কেউ বলছেন তেমন সুবিধার না।
ঐতিহ্য থেকে মঙ্গলবার প্রকাশ
হয়েছে আবিদ আজাদ-রচনাবলি। বাংলা সাহিত্যের বিশষ্টি কবি, লেখক ও সম্পাদক আবিদ আজাদ ১৯৭৬
সালে তার প্রথম কাব্যগ্রন্থ ‘ঘাসের
ঘটনা’ প্রকাশের পর পাঠকের কাছে নন্দিত এবং সমালোচকদের কাছে প্রশংসিত হন। রচনাবলির
মূল্য নিয়মিত বাঁধাই রাখা হয়েছে ৩৫০০ টাকা আর রেক্সিন বাঁধাই ৪০০০ টাকা। একই প্রকাশনা
থেকে আজিমা মেলিতা ও মারিয়াম মাফির ইংরেজি অনুবাদ থেকে আনোয়ার হোসেইন মঞ্জু লিখেছেন
‘রুমির গভীর প্রেমালাপ'। মা-সেরা
প্রকাশন থেকে মেলায় প্রকাশিত হয়েছে সাংবাদিক মাসুদ করিমের ভ্রমণকাহিনি ‘মহানবির দেশে’।
কথাপ্রকাশের ব্যবস্থাপক মো.
ইউনূস আলী যুগান্তরকে বলেন, পাঠকরা আমাদের প্রকাশনাকে চেনেন গবেষণা, প্রবন্ধ, মুক্তিযুদ্ধ,
ইতিহাসবিষয়ক বইয়ের জন্য। এ বইগুলোর আলাদা পাঠককুল আছে। বইগুলোর বিক্রি ভালো বলেই
আমরা এখনো এ ধারাতেই আছি। মেলার প্রথম দিন থেকেই অনেকে এসে নতুন বইয়ের খঁোজ করছেন।
ভালো লাগছে। বিক্রিও ভালো। এবার মেলায় বেশ একটা প্রাণবন্ত ভাব শুরু থেকেই।
ইউপিএল থেকে প্রকাশ হয়েছে আব্দুর
রাজ্জাক রচিত বই ‘ভারতের
রাজনৈতিক দল', ‘এ
হিস্টোরি অব বাংলাদেশের ভাষান্তর’, ‘বাংলাদেশের জনপদের ইতিহাস ও সংস্কৃতি।’
রাজধানীর মালিবাগ থেকে আসা
সাজিদ আনোয়ার বলেন, বইমেলায় আসতে ভালো লাগে। উপন্যাস বা গল্পের পাশাপাশি এখন নানা
বিষয়ের ওপর ভালো ভালো বই প্রকাশ হয়। এটি গত কয়েক বছরে বইমেলার সবচেয়ে উলে্লখযোগ্য
দিক।
এদিন বইমেলার মূলমঞ্চে অনুষ্ঠিত
হয় ‘কুমুদিনী হাজং : জুইলৌ তারা,
তারালা জুই’ শীর্ষক আলোচনা অনুষ্ঠান। প্রবন্ধ উপস্থাপন করেন পাভেল পার্থ। আলোচনায়
অংশগ্রহণ করেন মতিলাল হাজং এবং পরাগ রিছিল। সভাপতিত্ব করেন আবু সাঈদ খান।
প্রাবন্ধিক বলেন, ঔপনিবেশিক
জুলুমবিরোধী কৃষক আন্দোলনের এক সংগ্রামী নেত্রী কুমুদিনী হাজং। তিনি ঔপনিবেশিক শাসন,
বৈষম্য, সার্বভেৌমত্ব, আত্মপরিচয়, ন্যায্য মজুরি, কৃষি, ভূমি, অরণ্য কিংবা সমাজ রূপান্তরের
প্রশ্নগুলো জারি রেখে লড়াই চালিয়ে গেছেন।
লেখক বলছি মঞ্চে এদিন নিজেদের
নতুন বই নিয়ে আলোচনা করেন কবি আতাহার খান, কথাসাহিত্যিক পাপড়ি রহমান।
সাংস্কৃতিক অনুষ্ঠানে কবিতা
আবৃত্তি করেন কবি আবদুল হাই শিকদার, কবি সোহেল হাসান গালিব। আবৃত্তি পরিবেশন করেন
আবৃত্তিশিল্পী ইশরাত শিউলি এবং কাজী বুশরা আহমেদ তিথি। সংগীত পরিবেশন করেন শিল্পী স্বর্ণময়ী
মণ্ডল, অনুপম হালদার, নুরিতা নুসরাত খন্দকার, দিদারুল করিম এবং অমৃত।